|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
চিকনেরা চায় মোটা হতে ভাই।
মোটারা কম খেলেও মোটা হয়ে যায়।
ফার্স্টফুড ঘুম টুম
কোনো কাজে আসে না।
চিকনেরা অসহায়
কেউ ভালো বাসে না।
মোটাদের দিন যায় স্লিম হওয়ার চিন্তায়।
--- কবিসাপ
 ৮ টি
    	৮ টি    	 +১/-০
    	+১/-০  ২২ শে নভেম্বর, ২০২০  রাত ২:৩৬
২২ শে নভেম্বর, ২০২০  রাত ২:৩৬
শ্রাবণ আহমেদ বলেছেন: না পাওয়ার অভাব বড্ড বদ স্বভাব।
২|  ২১ শে নভেম্বর, ২০২০  বিকাল ৪:৪৯
২১ শে নভেম্বর, ২০২০  বিকাল ৪:৪৯
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: দারুণ মনোমুগ্ধকর লেখনি হে সুপ্রিয়। ভালো থাকবেন ভাইয়া।
  ২২ শে নভেম্বর, ২০২০  রাত ২:৩৭
২২ শে নভেম্বর, ২০২০  রাত ২:৩৭
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ ভাইজান।
৩|  ২১ শে নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:২৬
২১ শে নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:২৬
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: 
১
এ জগতে হায় সেই বেশি খায় 
ক্ষুধা লাগে যার বেশি
রাজার মুখ তো খাবেই গোশতো 
ফাটায়ে পেটের পেশি  
২
এ জগতে হায় সেই খেতে চায়
খানা নাই যার ঘরে,
ধনীরা করছে ডায়েট কন্ট্রোল
গরীবে না খেয়ে মরে।
  ২২ শে নভেম্বর, ২০২০  রাত ২:৩৮
২২ শে নভেম্বর, ২০২০  রাত ২:৩৮
শ্রাবণ আহমেদ বলেছেন: ওয়াও, বেশ চমৎকার
৪|  ২১ শে নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:৩২
২১ শে নভেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:৩২
নেওয়াজ আলি বলেছেন: অতুলনীয় ভাবনা
  ২২ শে নভেম্বর, ২০২০  রাত ২:৩৯
২২ শে নভেম্বর, ২০২০  রাত ২:৩৯
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয় ভাই?
©somewhere in net ltd.
১| ২১ শে নভেম্বর, ২০২০  বিকাল ৪:২৬
২১ শে নভেম্বর, ২০২০  বিকাল ৪:২৬
রাজীব নুর বলেছেন: যার যা নাই, সে সেটাই চায়।