নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবণ আহমেদ (নিরব)\nট্রেইনার অব \"উই আর স্টুডেন্টস\" ঢাকা।

শ্রাবণ আহমেদ

শ্রাবণ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

ফোনালাপ

১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১০:৪৫

- হ্যালো, হ্যালো। কল করে কথা বলছেন না কেন? হ্যালো....
- আসসালামুঅলাইকুম।
- ওয়ালাইকুমআসসালাম। কে আপনি?
- তুমি সংযুক্তা না?
- হ্যাঁ, কিন্তু আপনি কে?
- আমি কাব্য।
- কোন কাব্য?
- কেউ কেউ আবার ওগো বলেও ডাকে।
- মানে?
- তুমি বরং দুইটা একসাথে ডেকো, ওগো কাব্য।
- ফাইজলামি করেন? কে আপনি?
- আমি "ওগো"। তোমার ওগো।
- ফোন দিয়েছেন কেন?
- তোমার হাসিটা অনেক সুন্দর।
- (আম্মু আম্মু ও আম্মু দেখো তো কে যেন কল করে আবোল তাবোল বকছে)
- হ্যালো।
- আসসালামুঅলাইকুম।
- ওয়ালাইকুমআসসালাম।
- কেমন আছেন আন্টি?
- ভালো আছি। তুমি কে বাবা? আমার মেয়েটাকে বিরক্ত করছো কেন?
- আন্টি আপনার মেয়ে আমাদের কাছ থেকে পণ্য অর্ডার করে এখন আর সেটা নিতে চাচ্ছে না।
- কিসের পণ্য।
- কসমেটিক্স।
- (ঐ তুই নাকি কিসের কি কসমেটিক অর্ডার করছিস?)
- বাবা ও নাকি কিছু অর্ডার করেনি।
- এটা সংযুক্তার নাম্বার না?
- হ্যাঁ।
- আন্টি এখানে নাম ঠিকানা মোবাইল নাম্বার সব লেখা আছে। দুইটা জাপানি লিপস্টিক আর এক প্যাকেট হারবাল শ্যাম্পু অর্ডার করা হয়েছে।
- তোমাদের দোকানের নাম কি বাবা?
- যাই চাবেন তাই পাবেন।
- কী?
- আমাদের কোম্পানির নাম যাই "চাবেন তাই পাবেন।"
-.............

(অতঃপর টুট টুট টুট করে কলটা কেটে গেল)
.
ফোনালাপ
লেখক: Srabon Ahmed (অদৃশ্য ছায়া)

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৪২

রাজীব নুর বলেছেন: ফোনটা কেটে গিয়ে ভালো হয়েছে।

২০ শে জানুয়ারি, ২০২১ ভোর ৬:৩৮

শ্রাবণ আহমেদ বলেছেন: মজা করার জন্যই কল করেছিলাম

২| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:৪৫

রাজীব নুর বলেছেন: শিরোনাম হওয়ার দরকার ছিলো রংনাম্বার।

২০ শে জানুয়ারি, ২০২১ ভোর ৬:৩৮

শ্রাবণ আহমেদ বলেছেন: তা দিলে অবশ্য মানাত বেশ!

৩| ২০ শে জানুয়ারি, ২০২১ রাত ২:৩৯

প্যারাডাইম বলেছেন: এ ধরণের কল হতাশাজনক, কিছুই বুঝিনি।

২০ শে জানুয়ারি, ২০২১ ভোর ৬:৩৯

শ্রাবণ আহমেদ বলেছেন: ওহহো

৪| ২০ শে জানুয়ারি, ২০২১ ভোর ৪:৩২

কবিতা ক্থ্য বলেছেন: সংযুক্তার সাথে সংযুক্তি - লোকে চাইতেই পারে, এইখানে দোশের কিছু নাই।

২০ শে জানুয়ারি, ২০২১ ভোর ৬:৩৯

শ্রাবণ আহমেদ বলেছেন: ঠিক ঠিক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.