![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূর্ভিসন্ধির রঙিন খেলা শেষ হবে একদিন।
চুকিয়ে যাবে সকল দেনা অযাচিত সব ঋণ।
তিমির রাত্রি দুঃখের যাত্রী বাইবে সুখের তরী।
হঠাৎ করে খটখটিয়ে চলবে অচল ঘড়ি।
দিন দূরে নয়
আসছে সময়
অন্তরীক্ষে উড়বে আবার হারিয়ে যাওয়া ঘুড়ি।
তিমির রাত্রি দুঃখের যাত্রী বাইবে সুখের তরী।
.
দুঃখের যাত্রী [] শ্রাবণ আহমেদ
সেপ্টেম্বর ২০২১
©somewhere in net ltd.