![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"এক ফোঁটা জল যদি পেটে চলে যায়;
ভেঙে যাবে রোজা ভাই, কী হবে উপায়?"
এই ভয় পোষে রোজ 'লোক' আপনায়।
জীবনের পাপ থেকে পরিত্রাণ চায়।
পরিত্রাণ নাই ভাই পরিত্রাণ নাই।
মানুষের হক যদি মারো তুমি ভাই;
পরিত্রাণ পাবে কিসে? পরিত্রাণ নাই।
এতদিন সবকিছু ঠিকঠাক ছিল।
রোজা এসে সব এলো-মেলো করে দিল।
চড়া দামে বেচাকেনা করে ভাবো ভাই,
রোজা রেখে পাপ ধুবে। পাপ ধোয় নাই।
পাপ আরো বেড়ে গেছে, পাপ গেছে বেড়ে।
নেক আমলের খাতা পাপে গেছে ভরে।
পাপ মোচনের মাসে পাপ করে ভাই;
পরিত্রাণ চাও তুমি; পরিত্রাণ নাই।
.
পরিত্রাণ নাই
শ্রাবণ আহমেদ
২৬ শে মার্চ, ২০২৩ ভোর ৪:২৫
শ্রাবণ আহমেদ বলেছেন: ধন্যবাদ প্রিয়।
২| ২৫ শে মার্চ, ২০২৩ রাত ১১:৫৫
স্মৃতিভুক বলেছেন: খুব ভালো লিখেছেন, শ্রাবন।
এত সুন্দর ছন্দ! আর ছড়ার মাধ্যমে মেসেজও দিয়েছেন চমৎকার। ধন্যবাদ আপনাকে।
২৬ শে মার্চ, ২০২৩ ভোর ৪:২৪
শ্রাবণ আহমেদ বলেছেন: জাযাকাল্লাহ খাইরান
৩| ২৬ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:০৪
রাজীব নুর বলেছেন: কোনো লাভ নাই।
©somewhere in net ltd.
১|
২৫ শে মার্চ, ২০২৩ রাত ৯:৫৩
নিবর্হণ নির্ঘোষ বলেছেন: দারুণ লিখেছেন তো !!