![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যৌবনের অবসানে বয়সের ভারে,
শমনের দেখা পাবে সহসা দুয়ারে।
সোনাদানা টাকাকড়ি
জগতের বাহাদুরি সবি রবে পড়ে।
চলে গেলে চিরতরে
পৃথিবীর মায়া ছেড়ে,
যেতে হবে খালি হাতে একেলা কবরে।
তবে কেন বাড়াবাড়ি?
খু*নাখু*নি মা*রামা*রি!
হিসেবের খাতাখানি পাপে গেছে ভরে।
ঠাঁই হবে ঘনকালো আঁধারিয়া ঘরে।
.
অবসান
শ্রাবণ আহমেদ
২৭ শে আগস্ট, ২০২৫ রাত ২:৪০
শ্রাবণ আহমেদ বলেছেন: জি ভাই।
©somewhere in net ltd.
১|
২৭ শে আগস্ট, ২০২৫ রাত ২:১৯
লোকমানুষ বলেছেন: জীবনের অনিত্যতা আর মৃত্যুর অনিবার্য সত্যকে সহজ ভাষায় সুন্দরভাবে তুলে এনেছেন কবিতায়। ধন-সম্পদ, অহংকার কিছুই শেষ পর্যন্ত সঙ্গে থাকে না; এই বোধটাই এখানে গভীরভাবে প্রতিফলিত হয়েছে।