নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শ্রাবণ আহমেদ। ট্রেইনার অব \"উই আর স্টুডেন্টস\" ঢাকা।

শ্রাবণ আহমেদ

শ্রাবণ আহমেদ › বিস্তারিত পোস্টঃ

জাতীয় কবি\'র প্রয়াণ দিবসে শ্রদ্ধাঞ্জলি

২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:১২

খোদার কি আশ্চর্য মহিমা। রাজা- যার অত ধন মালামাত্তা, অত প্রতাপ, সেও মরে মাটি হয়।
আর যে ভিখারি, খেতে না পেয়ে তালপাতার কুঁড়েতে কুঁকড়ে মরে পড়ে থাকে, সেও মাটি হয়।

কাজী নজরুল ইসলাম

খোদার কি আশ্চর্য মহিমা!

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:৩০

সাইফুলসাইফসাই বলেছেন: হুম চিরন্তন সত্য কথা

২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:৪৮

শ্রাবণ আহমেদ বলেছেন: হ্যাঁ ভাই

২| ২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:৪৮

জেনারেশন একাত্তর বলেছেন:



খোদার মহিমায় কি গাজার শিশুরা নিহত হচ্ছে?

কবি সঠিক বলেননি, মানুষের মৃত্যু হয় প্রাকৃতিক নিয়মে।

৩| ২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:৫০

জেনারেশন একাত্তর বলেছেন:



কবি স্বশিক্ষিত ছিলেন, দারিদ্রতায় ভুগেছেন, অনেক কিছু জানতেন! কিন্তু এখানে আপনি যা লিখেছেন, সেটা যদি কবি লিখে থাকেন, ইহা সম্পর্কে উনার ধারণা ভুল ছিলো।

৪| ২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৪:৫৩

জেনারেশন একাত্তর বলেছেন:




মানুষ ও যেই কোন জীবের দুর্ঘটনা/হত্যায় মৃত্যু না হলে, একটি সময়ের পর সরীরের সেল ও টিস্যু ধ্ংস হতে শুরু করে ও মৃত্যু হয়; এখানে কোন মহিমা কাজ করছে না।

৫| ২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:১০

সৈয়দ কুতুব বলেছেন: জেনারেশন একাত্তর @ তিনি কি সায়েনস পড়ুয়া ছিলেন ? আপনি কাজি নজরুলের ভুল ধরা শুরু করেছেন এবার । কাজী নজরুল কি কখনও কাঠমোল্লা ছিলেন? কাজী নজরুল ইসলাম ধর্ম বা খোদা নিয়ে লিখলেও তিনি মূলত সমাজের জন্যই উপকারী ছিলেন। তাঁর এই কবিতায় মূলত ধনী ও গরিবের বৈষম্যের কথা বলা হয়েছে। ধনীদের অহংকার করা ভালো নয় এ কথাই তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন। মাঝে মাঝে আপনার মন্তব্য শিশুসুলভ মনে হয়। :-0

৬| ২৯ শে আগস্ট, ২০২৫ বিকাল ৫:৩৬

জেনারেশন একাত্তর বলেছেন:



@কুতুব,

আমি চাঁদগাজী/সোনাগাজী নিকে আমাদের কবিকে নিয়ে পোষ্ট দিতাম সব সময়, উনার ব্রিটিশ-বিরোধী ভুমিকা নিয়ে, জাতির মুক্তি নিয়ে; শত শত মন্তব্য পড়তো।
,
আমাদের কবি দারিদ্রতার কারণে ১০ম শ্রেনীর পরীক্ষা না দিয়ে "ব্রিটিশের পক্ষে যুদ্ধ করতে যান"; কারণ, দারিদ্রতা।
কবিকে আমি বুঝি ও বুঝার চেষ্টা করি; উনার অবদান আমি বুঝি, উনার ভুলও আমি বুঝি।

৭| ২৯ শে আগস্ট, ২০২৫ রাত ৮:২৩

শায়মা বলেছেন: শ্রদ্ধা কবির তরে .....

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.