![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রিয় সুইটি
সুইটিকে ফোন করলাম।তখন ১২.০৩AM ।মেজাজ
খারাপ হয়ে গেল।কারন
মোবাইলে ডিসপ্লেতে ওয়েটিং কল
দেখাচ্ছে।কিভাবে অপেক্ষা করি ? বলেন
তো।
আমার প্রেমিকা এত রাতেও ব্যস্ত,
তা কি সইতে পারি ?
এতদিন জানতাম, সে রাত জাগে আমার
প্রতিক্ষায়।অনেকবার চেষ্টা করলাম।শুধু
অপেক্ষা করতে বলে।
খুব মন খারাপ করে ঘুমাতে গেলাম।
মনে মনে ঠিক করলাম, কাল
কলেজে পাইলে রপাদপা হবে।
আজ একটু তাড়াতাড়ি কলেজে আসলাম।
ক্যান্টিনে বসে গেটের দিকে নজর রাখছি,
কখন আমার নায়িকা প্রবেশ করে।
ভগবান মুখ তুলে চাইল।যেন
স্বরসতি নিয়ে কলেজে ঢুকল।
উঠে গিয়ে সামনে দাড়ালাম।
: কি ব্যাপার, রাতে ফোনে পাই নি কেন?
: তো ?
: জানো, আমি কতবার ট্রাই করছি।
: রাগ করে না, লক্ষী।আমার কাজিন, নয়ন,
আম্রিকা থেকে ফোন করেছিল।
: ! ! ! !
: রাগ করে থেক না তো।আস আদর করে দেই।
চুম্মা
: মন ভালো তো ?
২| ৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৪৪
শ্রাবন প্রধান বলেছেন: কি মনে হয় ?
©somewhere in net ltd.
১|
৩০ শে মার্চ, ২০১৫ বিকাল ৩:৪১
মীর সজিব বলেছেন: চুম্মার পর ও কি রাগ থাকে নাকি।