![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
"শ্রাবণসন্ধ্যা" নিকটি কোন কারন ছাড়াই পছন্দ করা, এখন মাঝে মাঝে এটাকে নিজের নামই মনে হয়।
আমি একজন সর্বভুক প্রাণী, কোন খাবারেই আমার কোন অসুবিধা নাই। নিজে অতটা ভাল রাঁধুনি না হওয়াতে রান্নার মান নিয়েও কোন উচ্চবাচ্য নাই। মজা হলে বেশী খাই আর তা না হলে কম খাই। তবে কেউ যখন প্রশ্ন করে আমি কি খেতে পছন্দ করি, অবলীলায় যেটা বলি তা হল আমি মাছ খেতে ভালবাসি। বাচ্চারা নাকি মায়ের দোষগুন সবই পায়, সেই সূত্রমতে আমার পুঁচকি কন্যাটিও একজন মাছভক্ত হিসেবে বেড়ে উঠেছে। ছোট্ট বেলা থেকে সে মাছ খায় এবং অতি আশ্চর্যের ব্যপার হল মাছের কাঁটা কখনো গলায় আটকে গেলেও কোন কৌশলে সেটাকে হয় গিলে ফেলে অথবা বের করে ফেলে। তার কাটা ম্যানেজ করার পদ্ধতিতে আমরা সকলেই মোটামুটি মুগ্ধ। অবশ্য সবাই নিজের বাচ্চার হেনতেন প্রতিভায় মুগ্ধ ই থাকে, আমরাও তাই।
কিছুদিন আগে পিচ্চি মৎস ভক্ত একটি মুভিতে দেখতে পায় মুভিতে তার প্রিয় শক্তিশালী আন্টি একটি হাঙ্গর মাছ এক হাত দিয়ে ছুড়ে দিচ্ছে তার শত্রুদের দিকে আর সেই হাঙ্গর অন্য সবাইকে খেয়ে ফেলার জন্য তেড়ে আসছে। যথারীতি তার প্রশ্ন এটা কি মাছ, এটা কামড় দেয় কিনা, কামড় দিলে মানুষ মরে যায় দিনা...ইত্যাদি ইত্যাদি। এর পরের পর্ব, সে বায়না ধরলো তাকে বাজার থেকে হাঙ্গর মাছ কিনে দিতে হবে। শুক্রবার বাজার সময় বাবাকে বলে দিল হাঙ্গর মাছ কিনতে যেন ভুল না হয় এবং হাঙ্গর মাছ কাটার জন্য আগে একটা বড় করাত কিনতে হবে সেটিও মনে করিয়ে দিল ।
মেয়ের আবদার বলে কথা, বাবা বুদ্ধি করে বাজার থেকে আইড় মাছ কিনে আনলেন, কন্যা দেখবে বলে সেটিকে কাটা হলনা, অরক্ষিত অবস্থায় আনা হল। এবং হাঙ্গর রূপী আইড় মাছ দেখে সে মহা খুশি, তবে মাছটি নড়া না এই অসন্তোষ ও প্রকাশ করলো; তার আবার নড়া মাছ কেনার বড় শখ। দুপুরে খাবার খাওয়ার জন্য অস্থির, কখন হাঙ্গর মাছ রান্না হবে মৎস ভক্ত খাবেন। আমরা এখন চিন্তায় আছি কখন সে আবার তিমি মাছ খেতে চায়!
২৪ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০২
শ্রাবনসন্ধ্যা বলেছেন: হুম আপাতত আমরা হাঙ্গর ভক্ষন করছি জোরেশোরে, বাকিটা মাথা চুলকাতে চুলকাতে দেখা যাবে।
২| ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:২৭
সুলতানা শিরীন সাজি বলেছেন: পিচ্চিরে বুঝাতে হবে তিমি হলো মাছ না ....
আমার ছোটছেলেটাও মাছ খায় ......তবে কাঁটা ছাড়া মাছ দেয়ার চেষ্টা করি। মজার ব্যাপার হলো কেচ্কী মাছ হলো ওর পছন্দ।
কেমন আছে বুদ্ধিমতী মাশা?
অনেক আদর থাকলো রাজকন্যার জন্য।
অনেকদিন পর দেখলাম।ভালো লাগলো।
শুভেচ্ছা।
২৪ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০৪
শ্রাবনসন্ধ্যা বলেছেন: রাজকন্যা ভাল আছে। তার আনন্দের দিন ফুরিয়ে আসছে সেইসাথে বোধকরি আমারও। বই খাতা নিয়ে বসবার দিন এসে গেল কিনা তাই।
আপনাকেও শুভেচ্ছা।
৩| ২৪ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১৩
চাঙ্কু বলেছেন: হা হা হাহাহা হাহা
মুভিটা কি "My Super Ex-Girlfriend" ??
২৪ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১৭
শ্রাবনসন্ধ্যা বলেছেন: হুম, সেই মুভিটাই।
মাঝে মাঝে সে ভাবছে কবে একটা পাথর পড়বে এবং সেটা ছুঁয়ে ও আকাশে উড়বে!
আছেন কেমন ভালো তো।
৪| ২৪ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:১৬
কঁাকন বলেছেন:
তিমি মাছ খাইতে চাইলে কি মাছ দিবেন???
২৪ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৬
শ্রাবনসন্ধ্যা বলেছেন: অন্য কোন ভুজুং বের করতে হবে।
ভুজুং এর জন্য আপাদের পরামর্শ চাইতে পারি।
৫| ২৪ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৩৯
নুশেরা বলেছেন: ভাগ্যিস পছন্দ করেই মাছ খেতে চাইছে। বাচ্চারাতো মাংস ছাড়া খেতেই চায়না
নাম কি সোনামণির? তার আরো গল্প চাই কিন্তু।
২৬ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৬
শ্রাবনসন্ধ্যা বলেছেন: আমার খুদে দস্যিটির নাম জাফনা।
ভাল আছেন তো, অপনা সোনামনি কেমন আছে?
৬| ২৬ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:০৯
রাজামশাই বলেছেন: হুমমম
২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:০৮
শ্রাবনসন্ধ্যা বলেছেন: রাজামশাই নমস্কার।
৭| ২৬ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:১৯
জটিল বলেছেন: আপু
আইর মাছ জোস , ছোট বেলার কথা মনে করিয়ে দিলেন ।
তিমি খেতে চাইলে বড় দেখে কাতলা নিয়ে আসবেন
অনেকদিন পর আপনার লেখা পেয়ে ভাল লাগছে
২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:১০
শ্রাবনসন্ধ্যা বলেছেন: আরে ধুর আমার আবার লেখা!
যে হারে কার্টুনে তিমি মাছ দেখছে বলা যায় না কখন খেতে চায়।
মাথার জ্যাম কেটেছে? ভালো থেকো।
৮| ২৬ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২০
অনন্ত দিগন্ত বলেছেন: ভাগ্যিস ও এখনো ব্লগ পড়তে পারে না ..... তা না হলে এতক্ষনে আপনার ভুজুং ধরা পড়ে যেত
২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:১১
শ্রাবনসন্ধ্যা বলেছেন: ও যখন ব্লগ পড়বে বা লিখবে তখন আমাকে হাজারটা ভুজুং দিবে।
৯| ২৬ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:২৫
ভাঙ্গা পেন্সিল বলেছেন: আইড় মাছকে হাঙ্গর বানাইতে পারছেন, ইলিশ মাছরে নাহয় তিমি মাছের বাচ্চা বইলা খাওয়ায় দিবেন
২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:১২
শ্রাবনসন্ধ্যা বলেছেন: পরামর্শ মনে থাকবে। তবে ইলিশ আর তিমির মধ্যে মিল যে কোথায় তা তো বুঝলাম না।
১০| ২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:০৯
রাজামশাই বলেছেন: ওরে থাকিস কই দেখি না তো।
২৭ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:১৪
শ্রাবনসন্ধ্যা বলেছেন: রাজামশাই দৌড়ের উপর আছি। খবর বেশী ভালো না।
আপনের রাজকার্য্য কেমন চলতাছে?
১১| ১১ ই জুন, ২০১০ বিকাল ৫:৪২
সুরঞ্জনা বলেছেন: তিমি খেতে চাইলে আফ্রিকান মাগুর এনে দিও। তিমির মতই চেপ্টা মাথা। আর আফ্রিকান মাগুর কিন্তু ভালোভাবেই পুকুরে চাষ করে। ঘেন্না করার কিছু নেই।
১১ ই জুন, ২০১০ রাত ১০:২৬
শ্রাবনসন্ধ্যা বলেছেন: এখন তো বড় হয়ে গেছে আপুনি। আর ভুজুং চলবে না।
১২| ১১ ই জুন, ২০১০ রাত ১০:৩০
ডিস্কো ঘোড়া বলেছেন: আপনার কন্যা বড় হলে তিমি মাছ খাবে এই দোয়া করি (আল্লা জানে বেচারা জামাইর অবস্থা কি হবে রোজ তিমি শিকারে গেলে!)
১১ ই জুন, ২০১০ রাত ১০:৩৪
শ্রাবনসন্ধ্যা বলেছেন: তবু মাছ খাক।
১৩| ১১ ই জুন, ২০১০ রাত ১০:৩৭
শেখ আমিনুল ইসলাম বলেছেন: মা-মণির সাথে ফাঁকিবাজি
তার পক্ষ থেকে আমি তীব্র প্রতিবাদ জানাচ্ছি
সেন্ট মার্টিন ট্যুরে যেয়ে হাঙর মাছ খাওয়ার শখ হয়েছিল
মুখে দিয়েই......ওয়াক..... :-< :-<
১১ ই জুন, ২০১০ রাত ১০:৪২
শ্রাবনসন্ধ্যা বলেছেন: মামনি এখন বড় হয়ে গেছে। এখন আরি এসব চলবে না। এখন তার অনেক বুদ্ধি!
১৪| ১১ ই জুন, ২০১০ রাত ১০:৩৮
ডিস্কো ঘোড়া বলেছেন: এহেম এহেম, কন্যার কি কেউ পছন্দের আছে?
১১ ই জুন, ২০১০ রাত ১০:৪৩
শ্রাবনসন্ধ্যা বলেছেন: কন্যার কাউরে পছন্দ না। তার নাক অনেক উচা। তবে তার জন্য লম্বা লাইন আছে।
১৫| ১১ ই জুন, ২০১০ রাত ১০:৪৫
ডিস্কো ঘোড়া বলেছেন: ইয়ে মানে আমি লাইনে দাঁড়াতে পারি? (লাজুক চিঁ হি হি হি)
১১ ই জুন, ২০১০ রাত ১০:৫৩
শ্রাবনসন্ধ্যা বলেছেন: লাইন যখন আছে, দাঁড়াইতে কি অসুবিধা।
১৬| ১১ ই জুন, ২০১০ রাত ১০:৫১
ডিস্কো ঘোড়া বলেছেন:
এইটা যৌতুকের পয়লা কিষ্তি পাঠাইলাম
১১ ই জুন, ২০১০ রাত ১০:৫৩
শ্রাবনসন্ধ্যা বলেছেন: পটাইতে হইলে তার কি পছন্দ সেইটা তো আগে জানতে হয়!
১৭| ১১ ই জুন, ২০১০ রাত ১০:৫৪
ডিস্কো ঘোড়া বলেছেন: পিলিজ আম্মাজান, একটু হিন্ট দ্যান
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৬
নকীবুল বারী বলেছেন: হা হা.............তিমি মাছ খেতে চাইলে তো......সমস্যা
(মাথা চুলকাতে হচ্ছে)