![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলার তেতুল সম্প্রদায়ের জন্যে এবারের ঈদের বাজারের হট কালেকশন ড্রেসের নাম নাকি "সানি লিওন"। মানুষের রুচিবোধ কতটা নিচে চলে গেলে এ ধরনের নামকরন করতে পারে। ধরুন আপনি বা আমি ছোটবোনকে নিয়ে ঈদের বাজারে গেছি। ছোটবোন জামাটা দেখে বায়না ধরলো, আপনি কিনে দিতে বাধ্য। কেন কিনে দিবেন না তার উপযুক্ত কারন দেখাতেও পারঙ্গম নন।আপনি হয়তো বললেন জামাটা ভালো দেখাচ্ছেনা। দোকানদার বিক্রি বৃদ্ধির কথা চিন্তা করেই হয়তো বললো আপু আপনাকে একদম সানি লিওনের মত লাগছে। কি করবেন আপনি? মারবেন দোকানদারকে ? পারবেন না, বড়জোর মাথা নিচু করে চলে আসতে পারবেন। আমাদের পরীর মত ছোটবোনটাকেও আমরা সানি লিওন বানিয়ে দিলাম। পরী,অস্পরা,সুদর্শনা কত সুন্দর সুন্দর বাংলা শব্দ থাকতে এইসব নামকরনে হেতু কী? সর্বহারা বাঙ্গালী তার সর্বশ্রেষ্ঠ সম্পদ সংস্কৃতিটাকেও হেলায় হারিয়ে ফেলছে দিন দিন।
বিঃ দ্রঃ তেতুল শব্দটি ব্যাবহারের জন্য দুঃখিত কিন্তু টক কথা গুলো বলার জন্য নই ।
২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪১
এ যুগের শ্রীকান্ত বলেছেন:
২| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৩০
নষ্ট কাক বলেছেন:
"আপু আপনাকে একদম সানি লিওনের মত লাগছে।"
এইডা কি কইলেন ?
স্পিকার হইয়া গেলাম !
২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:৪০
এ যুগের শ্রীকান্ত বলেছেন: খুব স্বাভাবিক, দোকানির সানি লিওনকে না চেনাটাই খুব স্বাভাবিক। আমিও প্রথম শুনে মাননিয় স্পিকার হইয়া গেছিলাম
।
৩| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৯:১৪
ভ্রমন কারী বলেছেন: পরী,অস্পরা,সুদর্শনা কত সুন্দর সুন্দর বাংলা শব্দ থাকতে এইসব নামকরনে হেতু কী? সর্বহারা বাঙ্গালী তার সর্বশ্রেষ্ঠ সম্পদ সংস্কৃতিটাকেও হেলায় হারিয়ে ফেলছে দিন দিন।
৪| ২৫ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৮
কামরুল ইসলাম রুবেল বলেছেন: ওয়াক থুহ!!!
©somewhere in net ltd.
১|
২৪ শে জুলাই, ২০১৩ রাত ৮:২৯
নিয়ামুল ইসলাম বলেছেন: