নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

অথৈ এর অসীমতা......

১৫ ই জুন, ২০১৩ রাত ৮:৪৯

আজ আফ্রিনের বিয়ে।



সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে।



তাই বিয়ের কাজে একটু দেরি হচ্ছে।



এরকম একটা বর্ষা স্নাত দিনে অথৈ এর সাথে ওর প্রথম দেখা ঠিক ১২ বছর আগে।



সেই ক্লাস ফোরের কথা অথৈ নতুন স্কুলে ভর্তি হল বাবার বদলি উপলক্ষে ।



যদিও সে অনেক ভাল ছাত্র তারপরেও অনেক বোকা।



প্রথম যেদিন স্কুলে ভর্তি হয় ওর বোকামী দেখে সবাই হাসছিল।



স্যার পড়া ধরলে হা করে তাকিয়ে থাকত।



আর সবাই হাসত।



আফ্রিন সবচেয়ে দুষ্ট মেয়ে হউয়ায় একটু বেশি ই হাসছিল।



কিন্তু পরবর্তিতে মনে হয়েছিল কাজটি ঠিক হয়নি।



সরি বলতে হবে।



কিন্তু কিভাবে বলা যায়...?



সুযোগ পেয়েও গেল।



স্কুল ছুটির পির দেখতে পেল অথৈ একা দাড়িয়ে।



বৃষ্টির জন্যে যেতে পারছে না।



আফ্রিন মিষ্টি একটা হাসি হেসে ছাতাটি এগিয়ে দিল।



এরপর থেকে আর কখনো আলাদা হয়নি তারা।



ক্লাসের সবচেয়ে ভাল বন্ধুত্বের জুটি ছিল তারা।



ধীরে ধীরে বড় হয়ে উঠছিল তারা।



অথৈ একটু আকটু পছন্দ করত তাকে।



কিন্তু কখনোই বলা হয়নি মনের কথা।



ক্লাস নাইনের কথা।



একদিন প্রাকটিক্যাল খাতাটি চাইল আফ্রিন।



বাসায় গিয়ে প্রাকটিক্যাল খাতাটa খুলে আফ্রিন স্তভিত হয়ে গেল।



কি দেখল সে.....??



অথৈ কে সাথে সাথে ফোন .....



-এইটার মানে কি......????



-জানি না।



-জানি না।মানে .....??



-কিছু না।



-সামনে দাড়িয়ে বলতে পারবি।



-কি??



-আই লাভ ইউ। <3



শুধু এতটুকুই বলে ফোন রেখে দেয় সে।অনেক লজ্জা পাচ্ছিল সে।



এরপর থেকে তাদের বন্ধন আরো দৃড় হল।



দুজন ই দুজন কে অনেক ভালবাসতো।



এরপর তারা ভার্সিটি গড়াল।



একসম্য আফ্রিন চাকরি পেল।



সেখানকার এক সুদর্শন যুবকের সাথে তার ঘনিষ্ঠতা শুরু হল।।



অথৈ এটাকে পাত্তা দেয় নি কখনো।



কারণ এগারো বছর ও আফ্রিন কে চিনে।



ভুলটা সে ওখানেই করল।



আবারো এক বর্ষার দিনে আজ তাদের বিয়ে হচ্ছে।



অথৈ রেলস্টেশন এ গেল।



অনেক দিন আকাশ দেখে না সে।



উপরের দিকে হাত বাড়াল শূন্যতা ছাড়া কিছুই নেই।



আসলে মাটির দিকে তাকানো উচিত।



নাহলে উপরে উঠতে উঠতে পায়ের নিচের মাটি সরে যায়।



এই জিনিসটা বুঝতেই অথোই অনেক দেরি করে ফেলল।



আর তাই আজ প্রনয়ের সাথে আফ্রিনের বিয়ে হচ্ছে।



ট্রে ন চলে আসছে।



অথৈ মানুষ দেখে আজ।



বিচিত্র রকমের মানুষ।



পকেট থেকে মার্লবোরোর প্যাকেট বের করে সে।



দুঃখের মাঝে কথিত সেই সুখের আশায় জীবনের

প্রথম চুমু খায় ধূম্রশলাকায়.......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.