নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

শুদ্ধতার গল্প......

১৯ শে জুন, ২০১৩ রাত ৮:০০

বৃষ্টি অনেক ক্ষণ ধরে হচ্ছে...



প্রথম হাসপাতালের করিডোরের গ্রিল ধরে একদৃষ্টিতে বাইরে তাকিয়ে...



অনেকদিন হল শহুরে ব্যস্ততায় বৃষ্টি দেখা হয় না।



পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত দিন কাটাতে হয়।



ম্যাটেল লিফ এর অষ্টম শ্রেণী র বালিকা সে



বড়লোকের ছেলে মেয়েরাই এখানে পড়ে।



সেও অনেক বড়লোক।



ঢাকা শহরে ৩ টা বড় বড় দালান আছে তাদের।



একটা দালান এতোই বড় যে সে গুনতে পারে না।



চোখে ধাধা লেগে যায়।



বাবা চোট্ট একটা চাকরি করে।



কিসে জানো??



শিক্ষা বোর্ডের একজন কেরানী ....



বাবা কে একদিন জিজ্ঞেস ও করেছিল



-বাবা আমরা এত টাকা পাই কোথাই???



-আমার অনেক বিজনেস আছে।



সবাই টাকার মাঝে থাকলে খুশি হয়।



কিন্তু প্রথম খুশি না।



কারন সে জানে বাবার কোন বিজনেস ই নেয়।



সে ঘুষ থেকে টাকা নেয়।



প্রথমের আম্মুও পছন্দ করে না কাজটা।



ওর আম্মির সাথে আব্বু প্রায় ঈ ঝগড়া করে।



এইতো কিছুদিন আগেই বাবাকে বলেছিল....



-বাবা তুমি ঘুষ নিও না আর।



-তুমি অতিরিক্ত পেকে গেস।

কে বলসে আমি ঘুষ নেই....??



পাকনামী না করে পড়তে বস



বাবাকে কখনোই বোঝাতে পারেনি সে।



আচ্ছা এত টাকা দিয়ে কি হবে???



বাবা বলেন ভালো স্কুলে পড়লে ভালো মানুশ হউয়া যায়।



কই তার বাবা ও তো গভ.ল্যাবের ছাত্র ছিলেন



তিনি তো শুধু রক্ত মাংসের মানুষ ই হয়েছেন।



ভাল তো হতে পারেন নি।



নাহ বাজে রকমের চিন্তা ভাবনা হয়ে যাচ্ছে।



হয়ত খারাপ কাজটা ছেড়ে দিলে হয়ত এত

বাজে রকমের অসুখ হত না।



বাবা গত রাতে হার্ট এট্যাক করল



ড্রাইভারকে সাথে করে হসপিতালে আনা হল।



বাবার পাশে সেই থেকে বসে আছে প্রথম।



বাবা র চোখের দিকে তাকালে কান্না পাচ্ছে।



আল্লাহ মনে হয় তার পাপের শাস্তি দিলেন।



উহু....



কখন যে বৃস্টি থেমে খেয়াল এ করেনি প্রথম…



বৃষ্টির পর প্রকৃতি দেখ্তে অনেক ভালো লাগে তাইনা???



আকাশ আরো নীল গাছ আরো সবুজ…



বেদনার রং নীল।



কান্নার পরে ও আকাশের অনেক বেদনা…



এই বেদনার মাঝেই বোধ্হয় সুখ আছে।



নাহলে ও সব সময় সুখি কেনো।



বাবা গরীব হলে ও হয়্ত আমাদের সুখ থাকত



বাবা এটা বোঝেন না।



সে অনেক বোকা।



অবশ্য সে কখোনোই আকাশের মত বিশাল হতে পার্বেন না।



ইশ্শ.…



অনেক কান্নার পর প্রজৃতি যেমন সুধ্রে নেয় নিজেকে বাবার এই অসুখ.সারার পর বাবাও য দি নিজেকে সুধ্রে নিত অনেক ভালো হত..……

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.