![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
আমাদের ক্যান্টনমেন্ট কলেজের টিচার গুলার
কাজ কাম আর সহ্য হল না তাই লিখতে বসলাম।
আমি যাদের অনুপ্রেরণায় লিখি তারা আমাকে
এই জাতীয় টপিক গুলা এভোয়েড করতে বলেন
সাধারণত।
কিন্তু সামনে উল্টা পাল্টা কিছু দেখলে বিবেকে
বাধে তাই লেখতেই হল।
সব টিচারগণের কাছে আমি ক্ষমাপ্রাত্থি।
আমার বাবা মা দুজন ই কলেজ টিচার।
আমি যখন ক্লাস সেভেনে পড়ি তখন আমাদের
বাসা কলেজ থেকে অনেক দূরে হওয়া সত্ত্বেও
প্রায় ১৮-১৯ জন ছেলে পেলে বাবাকে প্রাইভেট
পড়াতে অনুরোধ করেন।
বাবা প্রথমে না করেন।
কিন্তু পরবর্তীতে তারা প্রায় ঘন্টাখানেক ধরে অনুরোধ করার পর তিনি রাজি হন।
এরপর আমি যখন ক্লাস এইটে উঠি ফরিদপুর
জিলা স্কুলের সবচেয়ে নামকরা টিচার "হাফিজ স্যার " প্রাইভেট না পড়ার জন্ন্য আমাকে টর্চার করত।
পুরো ক্লাসে আমি সহ আরো চারজন নিয়মিত
কথা দ্বারা ধর্ষিত হতাম।
তো বাবাকে বল্লে বাবা বিলিভ করতেন না।
এরপর তার কোনো কলিগের কাছ থেকে বিষয়টার সত্যতা পায়।
উনি মে বি ওই টিচারের নামে খারাপ কোন
ওয়ার্ড ইউস করছিল।
বাবার জিনিসটা খুব খারাপ লাগছিল ।
এরপর থেকে বাবা প্রাইভেট পড়ানো একদম
ছেড়ে দেন।।
আমি অনেক আগে একদিন বলছিলাম
আমি বাবা মা কাউকেই ভালবাসি না
কিন্তু বাবা কে শ্রদ্ধা করি।
শুধু তাকে কিছু দিতে চাই.
বাবা কাছে নাই এখন....
মাঝের ফারাক টা অনেক বেশী।
কলেজে যখন দেখি কোনো টিচার ক্লাস বাদ দিয়ে নিচ দিয়ে ঘুরে বেড়ায় আর ক্লাসে এসে সবচেয়ে বেশী সততা জাহির করে তখন ই খারাপ লাগে।
আর কিছু কিছু সাবজেক্ট এর টিচার যখন প্রাইভেট পড়ানো তাদের জুনিয়র বা সিনিয়র টিচারদের নিয়ে বাজে কথা বলে অপর পক্ষের টিচার এর ছাত্রদের ক্লাসে অপমান করে তখন আসলে অনেক খারাপ লাগে।
অনেক গরীব ছেলেপেলে ক্যান্টে পরে যাদের বাবা মা টিচার দের দেবতাত চোখে দেখে....
তারা ভেতরে ভেতরে এতোটা নিচ কিভাবে হয় কেও বলতে পারো????
একটু সহনশীল যদি এনারা নাই হতে পারলো তাহলে কিভাবে দেশ গড়ার কারীগর উপাধি দেই তাদের......????
©somewhere in net ltd.