নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার খারাপ গল্প......

২১ শে জুন, ২০১৩ বিকাল ৪:৩১

-এই সৃজন ওঠো। :)



-হুম উঠি।



-কিসের উঠি??? তাড়াতাড়ি ওঠো। >_<



-হুম।



হীরা ছোট্ট একটা গ্লাসে কিছু জল সৃজনের মুখে

মেরে দেয়।



জলের তোড়ে সৃজনের সত্ত্বা জেগে ওঠে ....



-আরে দূর পানি মারলো কে রে? ? >_<



-চোখটা খুলেই দেখ ..... ^_^



-আরে হীরা তুমি??? :)



-নাহ আমি না :P



-কখন আসলা???এইখানে আসলা ক্যামনে???



-তোমার জন্যে সব জায়গায় জেতে পারি।



-কিন্তু আমি পারি না।জানো??? :/



-ক্যানো পারো না???



-আমার ভেতররের কে যেন করতে দেয় না



-কে দেয়না??? :O



-আচ্ছা এসব কথা বাদ দাও।তোমার পড়াশোনা

কেমন চলছে???



-মোটামুটি। ।।আচ্ছা একটা কথা বল তো

তুমি চুল এরকম করে টাক করলে কেন???

আগে কত সুন্দর স্কাইক করতে।কলেজের

টিচারের কাছে কত গালি খেতে।।।।



-আম্মু কখন কেটে দিছে টের পাই নি। :(



-আম্মু???? তুমি কিছু বল্লে না??? আমি এখন

দিথি,ছোয়াদের কি বলব??? আমার জামাই টাক

হইছে???



-নাহ মিথ্যা বলার কি দরকার???



-কিসের মিথ্যা???



-নাহ কিছু না।



-কি বল???



-আচ্ছা হীরা আমাকে একটা সিগারেট এনে দিবা??

এই ছাইপাশের রুমে যতদিন আছি একটা

সিগারেটও টানা হয়নি।



-ছিঃ সৃজু তুমি সিগারেট খাও?? তুমি না বলতা

কখনো এইসব খাবা না।



-হুম।বলতাম। বাট এখন কিনে দিবা নাকি নাকি সেটা বল।



-সিগারেটের দাম তো অনেক।আমি তো এত

টাকা আনি নি। :/



-ওহ হো।হুম।অনুপম রায় যখন লিখেছিল "৫

টাকা দিয়ে দিনের শুরু ষোল টাকা দিয়ে শেষ।"

তখন গোল্ডলিফের দাম বোধ হয় কম ছিল।



-কি উল্টা পাল্টা বকতেছ???



-উল্টা পাল্টা??? হুম।হতে পারে।



-সৃজু একটা কথা রাখবা আমার???



-কি???



-আর কখনো সিগি খাবা না।



-আমি খাই না টানি।



-আচ্ছা হইল টানবা না।কথা দাও



-কথা???? হুহ....



যেই কথা দিয়ে কথা রাখতে পারব. না সেটা দিয়ে

কি হবে????

-তুমি রাখবা আমি জানি।



-অনেক কিছুই তো জানতে তাও তো কিছুই

জানতে পারলে না....



হীরার ফোনটা বেজউঠলো। নাহ



ফোনটায় একটু বেশি ই ভাইব্রেশন হয়

সৃজন হঠাত খেয়াল করল মাথার ওপর তিনটে

পাখা বন. বন করে ঘুরছে। বেডের পাশে এপ্রন

পড়া কেউ একজন।



-আরে আমি কি স্বপ্দেখছিলাম???



অস্ফুট শব্দে সৃজন এমন কিছুই উচ্চারণ করে।



-স্যার পেসেন্ট জেগে উঠেছে।



-ওকে আরেকটা প্রিটো 32 পুশ করে দাও।



সৃজন কিছুই বুঝতে পারে না হাতের গোড়ার চিনচিনে ব্যথাটা ছাড়া..



বাবার কন্ঠস্বরের মত কন্ঠে কেউ একজন বলে



-কেবল ই তো জাগল আরেকটু পরে দিতি।



-দেখ দোস্ত ব্রেইন ক্যান্সারের পেসেন্টের অনেক

বিশ্রামের প্রয়োজন।



শেষ কথা গুলো তার কানে ঢোকে না।



তার আগেই এক রাশ. অন্ধকার তাকে গ্রাস করে...



এভাবে প্রতিবার জেগে ওঠার আগেই একবার

জেগে ওঠে আর ঘুমুতে যাওয়ার আগেই ঘুমিয়ে

পড়ে সে....

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.