নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

অনন্তর ছুটে চলা অদ্ভুত সেই ছেলেটির...... :/

২২ শে জুন, ২০১৩ রাত ৯:৩৬

অহেতুক কিছু স্মৃতি নিয়ে

ছেলেটা শুরু করেছিল হাটতে

অহেতুক কিছু সুর নিয়ে

পৌছল সে সেই বনে।



পুরনো স্মৃতি পুরোনো সুর

পুরনো সব তাল

ভাংগা গিটার আর হারমোনিকা

সব ই আজ বেসামাল।



"জোসনায় হাটত সে

গিটার হাতে

জোসনায় বাসতো ভালো

প্রকৃতিকে....."



পুরনো স্মৃতি শ্যাওলা ধরা

গিটারের স্ট্রিং জং এ ধরা

পকেট হাতড়েও পাওয়া দুষ্কর

ভাংগা সেই হারমোনিকা....



বোতাম খোলা জামা

আর চোখগুলোর উজ্জ্বলতা

মাথা ভর্তি চুল

আর বুকে উন্মাদনা।



এত উন্মাদনার মাঝেও

কিছু নেই তার বুকে

এত পরিচিতের মাঝে

সব ই নতুন লাগে



নতুনতার মাঝে

কিছু চেনা লাগে।

ঝাপসা চোখে সেগুলোও

বড় বেখাপ্পা লাগে।



"জোছনায় পারেনা হাটতে

সেই পথ. ধরে

জোছনায় আধার

তাকে জাপটে ধরে।"



প্রকৃতির সেই শিক্ষা

আজ ও আলোতে।

এত চেষ্টার পরেও

পারেনা অর্জন করতে।



অহেতুক ভাবনা ভেবে

সময় বাড়ে

এক গ্লাস আধার সংগী

করে সে চলতে থাকে......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.