![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
যেই শুদ্ধতায় নিংরাতে আমায়
যেই সরলতায় ভোলাতে
যেই ভালোবাসার অসীম ছোয়ায়
আমায় তুমি ভাসাতে।
সেই শুদ্ধতা আজ কোথায় হারালো?
সেই সরলতার অসীমতা?
সেই প্রেম কোন মহানুভবতায়
আমায় আজ কাদালো?
আমি আজ ভেবে ভেবে কাটাই রাত্রিদিন
কান্নার অতলে হই বিলীন
স্পষ্ট ভালোবাসার অস্পষ্টতায়
কেন আজ আমি অন্তর্লীন??
এত ভালোবাসা ছিল এইবুকে
ছিল সব তোমার অদেখা
আজ ফেলে দূরে
কেন তুমি থাকো একা একা?
অজানা স্রোতে নাও ভাসিয়ে
ছুটেছি আমি অযথা
তোমার স্মৃতি আর স্তব্ধতা
কাদিয়ে চলছে আমায় সেথা..... :'(
©somewhere in net ltd.