![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
মানুষের মস্তিষ্ক তথা মন দুই
প্রকার ১. চেতন মন ২. অবচেতন মন
মানুষ তার চেতন মনকে নিয়ন্ত্রণ
করতে পারে কিন্তু অবচেতন
মনকে নয়
অনেক সময় মানুষ কোনো কাজ
করবে না বলে ঠিক করে তার
চেতন মন দ্বারা পরিচালিত হয়ে
পরক্ষনেই ঠিক সেই
কাজটি করে ফেলে তার অবচেতন
দ্বারা পরিচালিত হয়ে
মানুষ যখন
কোনো বিষয়
নিয়ে চিন্তা করে এবং নিজের
অজান্তেই
কোনো বিষয়
যদি তার অবচেতন
মনে দাগ কেঁটে যায়
তবে তার অবচেতন
মন ঐ বিষয়টি গুরুত্ব
দিতে তার চেতন
মনকে বাধ্য করে
মানুষের চেতন মন যতই
কোনো বিষয়কে গুরুত্ব
না দেওয়ার চেষ্টা করুক না কেন
অবচেতন মন সেই বিষয়কেই
বারবার সামনে নিয়ে আসে
গতকাল একটা অদ্ভুত দুঃস্বপ্ন
দেখলাম
আর এর কারণ
হিসেবে আমি একটা ব্যাখ্যা দার
করতে পারি
গত বছর আমার এক ফ্রেন্ডের
মা হঠাত মারা যায়
আমি কিছুক্ষণ পরেই ওর বাসায়
দেয়ে উপস্থিত হই
কিছুক্ষণ আগে মৃত্যু
হওয়া মৃতদেহটি দেখে আমার বার
বার মনে হচ্ছিল এই বুঝি তিনি খুব
জোরে কাশি দিয়ে নড়ে উঠবেন. :/
বিষয়টি আমি আর গুরুত্ব না দিলেও
আমার অবচেতন মন ভোলেনি :S
আজ তাই আমার এই দুঃস্বপ্ন
দেখা
কেউ
যদি তোমাকে বলে সে তোমাকে
অথবা তোমার
মতো কাউকে দেখেছে, আবার
এমন এক স্থানে যেখানে তোমার
থাকা সম্ভব না, তাহলে এর
মানে কি দাড়ায়?
এর মানে হচ্ছে তার চেতন
মনে তুমি রয়েছো এবং তার
অবচেতন মন তোমাকেই খুঁজছে
অনেক গুলি কারণ
দেখিয়ে আমি আমার
অনুভুতিকে নিয়ন্ত্রণ
করতে পারলেও এখন একটি কারণ
দেখিয়ে নিয়ম্ত্রন
করতে পারবো না
তাই আমি যোগাযোগ বিচ্ছিন্ন
রাখতে চাই,
এটা আমাকে সাময়িক কষ্ট
দিলেও প্রত্যেকদিন কষ্ট
পাওয়া থেকে ভালো
#realization #my #minD
#fuCk #D #Damn #worLD
©somewhere in net ltd.