![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
ছেলেপেলে যখন ঢাকা ভার্সিটি তে ভর্তির জন্যে সাইফুর্স ভোকাবুলারি টেস্ট, টোফেল এর বই নিয়ে রুল মুখস্ত করে আমি তখন ফেবুতে বইয়ে বইয়ে মানুষের প্রেম পিরীতি করার রুল মুখস্ত করাই.... :v :v :v
বিষয়টা খারাপ ই লাগে।জীবন যৌবন আমি নেটের পেছনেই ঢাললাম।
বাস্তবতা টা হইল কিসুই পাওয়া হয় নাই। কয়ডা অমায়িক ভাই ব্রাদার ছাড়া। যারা বিপদের সময় পাশে এসে হা হুতাশ করা ছাড়া কিসুই করবে না।এইটা আমি জানি।
লাইফটা এমন ই। আপনি বিপদে পড়বেন ই শুধু আর দেখবেন আপনি একটা নৌকায় আর পাড় অনেক দূরে সরে যাচ্ছে।
আমি আমার লাইফের ফিউচারের জন্যে কিছুই করি নাই।
আমি মে বি আট দশটা মানুষের চাই তে একটু বেশি ই স্বপ্ন দেখি।হ্যা এইটা দোষের কিসু না।বাট অবাস্তব জিনিস যত কম কল্পনা করা যায় ততই ভালো।
আমি অন্য কিসুর ব্যাপারে কখনোই ঈর্ষা বোধ করি না।বাট আমার আশে পাশের মানুষগুলো যদি লেখাপড়ায় আমার চাইতে ভাল করে আমি কখনোই সহ্য করতে পারি না।তার সাথে আমার সম্পর্ক যতই ঘনিষ্ঠ হোক না কেন আমি মনে মনে অনেক জ্বলি।কেন জ্বলি আমি জানি না।
আমার স্পষ্ট মনে পড়ে আমি যখন ক্লাস সেভেনে তখন রাসেল নামে এক ছেলে নতুন ফরিদপুর আসলো
আমাদের এলাকায়।তো ছেলেটা ভালো স্টুডেন্ট ছিল মে বি আর ব্যপ্পঅহংকার ছিল।
তো আমি দেখতাম ও সারাদিন পড়ত।আমি আগাগোড়াই একদমই পড়ি না। বাট ভালো রেজাল্ট আশা করি।তো ও যখন তনু স্যারের কাছে পড়তে শুরু করল স্যার ওর প্রশংসা করলে আমার মারাত্বক মেজাজ গরম হইত।ওরে খুব হিংসা করতাম।ওর জন্যে আমি আরো বেশি পড়তাম।অবস্তা টা একসময় এমনই হল যে ও র রেজাল্ট ১৪ তম হলে আমার হত ১৩ তম।ও যতদিন আমাদের এলাকায় ছিল এই অবস্থাই চলছিল।ও মে বি আমার জন্যেই আমার এলাকা ছেলে চলে গেসিল এবং খুব দ্রুততার সাথে ওর রোল আগাতে লাগল।প্রি টেস্টে ও মে বি থার্ড হইছিল।অথচ ও আমাদের এলাকায় থাকতে কখনো আমার আগে যেতে পারেনি।
আমি কিন্তু সবসময় ঈ কম পড়ছি।কিন্তু মে বি হিংসার চটে রেজাল্ট ভালো হয়ে যাইত। ও দেখতাম বিকেলে পড়ত যেইখানে আমি স্ট্যাম্প নিয়ে চয়ন ভাউগো লগে মাঠে নামতাম।
আমার কখোনো টাকা পয়সা অর গ্যাজেট নিয়ে হিংসা বা অহংকার কখনোই হয় না।বিলিভ করবেন কিনা জানি না আমার আফসোছ হয়।এবং ওই পর্যন্তই।
আমি মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে বাট বিলিভ মি আমি একজন রিকশাওয়ালা র সাথেও অনেক ইজিলি মিশতে পারি আমার ইগোতে কখনোই বাধবে না যদি সে আমার চিন্তা চেতনার মানুশ হয়।
শুধু আমার আশেপাশের মানুষগুলো আমার চাইতে লেখাপড়ায় ভাল করলে আমি সহ্য করতে পারি না।
বাট এইটাও সত্যি তারাই কেউ যদি পড়াশোনা র ব্যাপারর আমার কাছে হেল্প চায় আমি করি এবং সত্যিই আন্তরিক হয়ে করি।
শুধু রেজাল্ট টা আমার ভালো চাই।
কিন্তু অই যে প্রব একটাই আমি এর জন্যে খাটতে রাজী না।
স্বাভাবিকভাবেই আমার আশেপাশের লোকগুলোই চোখধাধানো রেজাল্ট করে আমাকে ল্যাং মেড়ে চলে যায়
©somewhere in net ltd.