নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

চে এর ভাব....... সৃজন ( rap lyrics)

০৫ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৩৩

দেখ দেখ পোলাপান আমার

মুখ ভর্তি দাড়ি

আর মাথা ভর্তি চুল

আমি পড়ি টি শার্ট

৩৭ তার ঝুল।।





ভাব নেই আমি চে এর

তুই হুইনে কবি 'চে '

আবার কি?

তোগো লগে পার্থক্য তো এইডাই

তোরা পারবি না আমাগো লগে।



মাঝে মাঝে মনরে জিগায়?

পুলাপান বোঝেডা কি?

আমি ই তো সব বুঝি

আমি হইলাম কম্যিউনিজম

তুই আবার কি?





কম্যুনিজম বুঝস না তুই আমার বাল

আর আজ তাই তোগো এই হাল।

আমারা গুলশান কাপায় বেড়াই

একখান এলিয়ন নিয়ে।



আমাগো আছে একখান বাপ।

তোগো কয়ডা?

বাপের আছে এক ব্যাংক ভর্তি টেকা।

টেকা থাকলে আমাগো আর ঠেকায় কেডা?

আমরা শাসন করমু না

তো কেডা শাসাইবো এই ঢাকা।





এই জগত বড় অদ্ভুত

তুই যদি হইস ফাকা

আর হাতে যদি না থাকে তোর এট্টুও টেকা

দেখবি রাস্তাঘাটে তুই মাইর খাইস একা।



যদি বাচতে চাস আমাগো মত কম্যুনিটি বানা

তোগো এলাকায় তুই থাক

আমাগো এলাকায় আমি একা।

আমার একাই আজ "আমি "

আমার লগে বাড়াবাড়ি করলে

বুঝবি আমি কত্ত হারামী......











অনেকদিন পর লিরিক্স লিখতে বসলাম।

বাল ও হইল না।

এইডারে কোনোদিন লিরিকক্স কয়??? :/

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.