নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

ইভ টিজ

০৫ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১৮

-বাবা টিভিটা কয়দিন পরেই কেনো....



-এখন কিনলে কি সমস্যা??



-১৪ ইনচি তো অনেক ছোট।



-আমাদের ছোট বাসায় তো ছোট টাই ভালো লাগবে।২১ ইনচি বেখাপ্পা লাগবে।



-তাও আমরা বড় টিভি ই কিনি।প্লিজ বাবা।



বাবা সাইকেলে মেয়েকে সাইকেলে করে কলেজ থেকে ফেরত নিয়ে যাচ্ছিল।বোরকা পড়া মেয়ে।হয়তো এই বোরকার আড়ালেই কোনো এক অপার সৌন্দর্য অপেক্ষা করছে।



-মা দেখ তোর সামনের মাসে কলেজের বেতন দিতে হবে।



-কিন্তু টিভির দাম তো মাত্র ২ হাজার টাকা বেশি।



-ওই কয়েক হাজার টাকাই অনেক। বুঝিস না???



-ও ..... :(



বাবা আবার সাইকেল চালাতে শুরু করে।













-মম ২ হাজার টাকা দাও তো।



-কি করবি???



-জেরিন দের বাসায় পার্টি।



-নে। কখন ফিরবি???



-রাত হবে ।খেয়ে নিও।



-আচ্ছা যা।গাড়ি টা নিয়ে যাইস।



-ও হো মম নিচ্ছি না।সাকিব এর সাথে রিকশা রাইডে যাচ্ছি।



-সাবধানে যাবি



-ওকে।





-মামু আছিস কেমন???



-এইতোহ মামা। :)



-আজ রাতে তো জেরিন রে দিবি কেমন লাগতেছে?? ;)



-উহুরে মাম্মাহ সারারাইত চিন্তা করতে করতে পানখা হয়া আছিরে।



-ওই মামা দেখ বুইড়া বেটার বোরখা পড়া গার্ল্ফ্রেন্ড সাইকেলে লয়া যায়তেছে।



-চাচা আস্তে যাও বোরকা তো উইড়া যাইতেছি। :P











-বাবা ওরা কি বলল???



-কিছু না মা.....











এরকম ছলাকলা সমাজে অহরহ হচ্ছে।যারা ২০০০ টাকা নিয়ে স্বপ্ন বাস্তব করতে ঘর থেকে বের হয়।কারো স্বপ্ন থাকে আকাশ ছোয়ার আর কারো এই সামান্য মাটিতে লুটিয়ে এক মুঠো স্বপ্ন নিয়ে বেচে থাকার।



আর স্বপ্ন পূরণ করতে গিয়ে কেউ কারো ব্যপক ক্ষতি করে ফেলছেন।



তাই আসুন এখন ই প্রতিরোধ করি ইভটিজিং।

বন্ধু বান্ধব যারা করে তাদেরকেও এই প্পথ থেকে দূরে আনি।



কাউকে খারাপ কথা বলে তাকে কষ্ট দেয়ার কোনো মানে নেই :(

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.