![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
আমার খালাতো ভাই একখান কয়দিন আগে চিল্লা দিয়ে ব্যপক হুজুর হয়ে গেসে।
তো স্বাভাবিক ভাবেই আজ শুক্রবার তাই নামাজের পরে উনার বিশেষ অনুরোধে আমার মসজিদে নামাজের পরে ঈমান আমলের বিশেষ বিষয় নিয়ে আলোচনায় বইতে হইল :/
এই এট্টা জিনিস রে ব্যপক ভয় পাই আমি।নামাজ দুই রাকাত বেশি পড়ব ভয় নাই কিন্তু এই টাইপের হুজুরগো প্যারা আমার ভালো লাগে না।
এমনিতেই আজ সকাল বেলা থেকেই আমার ঘাড়ে শয়তান আইসে ডিম ভাজা খায়তেছে। বিকেলে শয়তানি আরো বাড়াই দিলাম। 3
যাই হোক এইসব জায়গায় যারা গেসেন বা বইসেন তারা ভালো করেই জানেন এরা অধিকাংশ সময় ই "হুর পরী " গো গল্প কয়।
তো তারা গল্প শুরু করল......
"হুর পরী অনেক ফর্সা হবে ।গায়ের শিরা উপশিরা দেখা যাবে। "
আমি সুমিত ভাইয়ের কানের কাছে গিয়ে কইলাম "ভাই এত ফর্সা মাইয়্যা কি ভাল লাগে??? আর শিরা উপশিরা দেখা গেলে তো ঘিন্না লাগবো "
ভাই চোখ গরম কইরে তাকাইলো।ভয় পাইয়া আমি আর কিছু কইলাম না।
"প্রতিটা মুমিনের জন্যে ৭০০০০ হুর পরি থাকবে।আর তারা সারাদিন মুমিনের সেবা করবে।সে যদি চায় যাকে খুশি তাকে ভোগ করতে পারবে "
আমি আবার কইলাম "ভাইয়্যু এত পরি থাকবে আর আমি যে বিয়ে কইরে বউ বানাইলাম পৃথিবোতে হে কি করবে???? সে তো হিংসায় মইরে যাইবে। "
-বান্দর একদম চুপ। >_<
-না তুমি বল।আর আমার বউ আর ৭০০০ বেটার লগে ইটিশ পিটিশ করব আর আমআংগুল চুষমু??? >_<
ভাইয়্যা আস্তে কইরে বের হয়ে গেল......
বের হয়েই বলল......
-সালা নাস্তিক...
-নাস্তিক হইলে আমি নামাজ পড়তে আইতাম স্বেচ্চায়??? "
-সালা এইসব কথা কেউ কয়???? নাউজুবিল্লা বল।
-নাউজিবিল্লার কি আছে??? আগে এনসার দাও।
-এইগুলা না বললে এইসব পোলাপান নামাজে আইবো??? >_<
-তারমানে এইগূলো সব মিথ্যা? তোমরা এই মাসুম বাচ্চাগুলারে মিথ্যা বইলে নামাজে আনো???
-সালা তোরে এতক্ষণ এই লেউড়া বোঝাইলাম???
-ভাইয়্যু আরবিতে "লেউড়া " মানে কি??
ঠাস কইরে একটা শব্দ হইল। বুঝলাম থাপ্পর খাইছি।
দিনডা খারাপ ই গেল শেষ পর্যন্ত।
আমি জানি আমি এক্সট্রিম লেভেলের ফাজলামো করে ফেলছি।আমি জানি না আল্লাহ আমায় মাফ করবেন কিনা.....
তবে সত্যি বলতে কি আল্লাহ নামাজ আদায় করতে হবে তাই করতে হবে।এইখানে তো এইসব হুর পরী দের লোভ দেখানোর কোনো মানে নাই।তাইলে তো সবাই আল্লাহ কে ভয় পেয়ে না হুর পরীদের লোভে নামাজ পড়বে।
আর আমার বিবেকে আরেকটা জিনিস খারাপ লাগে আমি যতটুকু নবীদের সম্পর্কে জানি তারা কখনো কাজ বাদ দিয়ে লাটসাহেবের মত ধর্ম প্রচার করেননি।
তাহলে যারা তাবলীগে যায় তারা এই প্রথা কই থেকে পেলেন??
ধর্ম তো কাজের অবসরেও প্রচার করা যায়.....
©somewhere in net ltd.