নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

বেহায়া র সংজ্ঞা.... :D

০৬ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩০

আজ আমাদের কলেজের টিচার "বেহায়া " এর সংজ্ঞা শিখাইল...... 3:)



সংজ্ঞা টা ণিম্নরূপ...... :D



"কুকুর সবচেয়ে ঘৃণ্য প্রানী ইসলামে।



বাট মানুষ যদি তাদের মতো ও হুইত তাহলে দুনিয়াটা এতো বাজে হইত না।



প্রথমত কুকুর কে একটা রান্নাঘ র পাহাড়া দিতে দাও।সে ভুলেও ওই ঘরে ঢুকবে না আরো অন্য প্রানীদের হাত থেকে রক্ষা করবে।শুধু প্রভুভক্ত তাই। #reality



মানুষ এতটুকু তো কখনোই পালন করতে পারে না।



দিত্বীয়ত কুকুরকে অল্প একটু খাবার দিবেন ও তাতেই সন্তুষ্ট।ও এর বেশি খাইতে চাইবে না।



কিন্তু ঢাকায় যার ৫ টা বাড়ি আছে সেও দেখবেন ঘুষ খায়। ভাই তোর কি আরো বাড়ি লাগবো.....??? কিডা খাবো এত বাড়ির টাকা??? :( #sigh



এই দুইটা গুন মানুষের থাকলেও মানুষের আজ এই অবস্তা হইত না।



এখন কথা হচ্ছে তাহলে ইসলামে কেন কুকুর রা এত ঘৃণ্য প্রানি????



কারণটা হচ্ছে ওরা রাস্তা ঘাটে যৌণ কর্ম করে।তাই ওদের 'বেহায়া ' বলা হয়...... "





আমি মনে মনে ভাবলাম স্যার তো মনে হয় বোটানিক্যাল গার্ডেনে যায় নাই...... :P

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.