![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
আজ আম্মুর সাথে বাজারে গেসিলাম।
জুতো,ব্যাগ কিনে দিল।আজ আম্মু যখন ব্যাগ কিনে দেয়ার জন্যে দোকানিকে টাকা বের করে দিচ্ছিল আম্মুর মুখের দিকে একবার তাকিয়েছিলাম।মাত্র একবার।হয়ত এক সেকেন্ডের জন্যে।বা তার চাইতে একটু বেশি।সময়টা হয় মাইক্রো সেকেন্ডে গণনার যোগ্য।
শুধু এই এক পলকের.এক দৃষ্টির পরে সারা রাস্তা আর কথা বলতে পারিনি।না আম্মুর মধ্যে কোনো প্রকার ই অস্বাভাবিকতা ছিল না।
তাহলে ছিল কি .....???
আসলে আমি শুধু এটাই ভেবে অবাক হয়েছিলাম আম্মু আব্বু কতটা কষ্ট করে টাকা আয় করেন ....!!!
হ্যা এটা সত্যি আমার মা গত এক বছরে আমার হাত খরচের জন্যে মোট এক হাজার টাকাও দেননি।তবে বলতে গেলে যখন ই যা চাইছি তাই পাইছ।
বিনিময়ে তাদের কে কি দিছি??? কিছুই না।প্রতিনিয়ত তাদের সাথে প্রতরণা করছি।সারাদিন নেটের নেশায় বুদ হয়ে আছি।অথচ এতটুকু কৃতজ্ঞতা বোধ নেই আমার।
আমার মত কুত্তার বেচে থাকার কোনো অধিকার ই নেই।আমার মত কিছু নিকৃষ্টতম কিছু কুত্তা বড় হয়ে দেশের শাসন করে।
এরাই জনগণের তিল করে পরিশ্রম করে আনা অর্থ বসে বসে খায়।কুত্তার চেয়েও খারাপ বলে যাদের বিরুদ্ধে আমি আআন্দোলোন করি।
নিজেরেই অনেক ঘৃণা হচ্ছে।আমাদের মত ছেলে পেলে গুলোকে ব্রাশ ফায়ার করে মেরে ফেলা উচিত।
আমাদের মত কিছু কুত্তার জন্যে এই দেশের উন্নতি হয় না।বরং অবণতির শিকড়ে পৌছে যায়
©somewhere in net ltd.