![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
এতদিন পর বাপ টারে মিস করতেছি......
এই জ্বরের ঘোড়ে উল্টো পাল্টা জিনস
মাথায় আয়তেছে।
হিসাব করে দেখলাম আমি আসলে অনেক
স্বার্থপর।
স্বার্থ ছাড়া কাউরে কোনোদিন
মনে করছি বলে মনে পড়ে না।
আমার জ্বর আইলে বাপ সারা রাত
জাইগে থাকত।হয়ত আমি এখন ফরিদপুর
গেলে তাই হইত।
এখন বারবার আম্মুরে দিয়ে ফোন
দেওয়াইতেছে।
আজ নিজেরে অনেক
একা একা লাগতেছে।গায়ে বল
পাইতেছি না বলে প্যারাসিটামল
আনতে পারলাম না।
আম্মা মনে হয় মামারে বলছে আনতে।
আমি জানি এই বুদ্ধিটাও আমার বাপ
দিছে।
এমনি এমনি বাপের প্রতি শ্রদ্ধায়
মাথা নত হয়না।
এইসব কারণ ই কাজ করে।
শুধু তারে আমি ভালোবাসতেই পারলাম
না এই টাকা পয়সা নিয়ে বেধড়ক
কিপ্পটামী করে বলে।
তাও স্বার্থপর একটা মানুষ একজন
লোকরে মনে করল আল্লাহ তুমি আমার বাপ
টারে অনেক ভালো রাইখো।
আমি যেন বড় হয়ে কুলাংগার গুলার মত
বাপ মা রে ছাইড়ে না চইলে যাই।
তাদের কাছে যেন থাকতে পারি।আমার
সাধ্যের মধ্যেই তাদের
সান্নিধ্যে থাকতে পারি।
বউ এর কথা শুনে বাপ মারে যেন
দূরে না সরাই দেই.....
আমিন...?
©somewhere in net ltd.