নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

:D :D :D

০৯ ই জুলাই, ২০১৩ রাত ১১:১২

মুস্তফা আলী স্যার একদিন একটা গল্প বলছিল.....



তো গল্পডা হঠাত আজ মনে পড়ে গেল..... :)



গল্পটা ছিল এমন......







এক লোক ডাক্তারের কাছে গেসে.....





-ডাক্তার সাব সেলামুয়ালাইকুম



-ওলাইকুম :)



-এট্টু সমস্যা হইছিল।



-(সমস্যা ছাড়া কি কেউ ডাক্তারগো কাছে যায়?? :D ) কি সমস্যা???



-আমার তো অথৈ (আমার দোস্ত কয়দিন আগে হইছিল এক ই রোগ :P ) এর মত পেটের মধ্যে গুড়মুড় করে..... :/



-খালি গুড়মুড়??? আর কিছু করে না??? গ্যাস??? :O



-নাহ গ্যাস নাই পেট বেথা।



-গন্ধ পান????



-নাহ গন্ধ ও তো নাই :(





ডাক্তার ঔষুধ লিখে দিল।



এক সপ্তাহ পড় রোগী আবার আইলো.....



-ডাক্তার সাব,রোগ তো বাইরে গেসে.... :'(



-ক্যান কি হইছে আবার??? :O



-আগে তো গন্ধ বাইর হইত না।এখন বিশ্রী গন্ধ হয় টেকা যায় না আসে পাশে।



-তাই???তাইলে আপ্নার নাক ঠিক হইছে এখন কানের ঔষুধ দিচ্ছি এইগুলা একটু নিয়ম মত খাইয়েন। :D :D :D

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.