![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
নাম তার মিতু।
নাম শুনেই বোঝা যায় মেয়েটা অনেক ক্ষ্যাত টাইপের হবে।
হ্যা মেয়েটা দেখতে ক্ষ্যাত হলেও অনেক স্ট্যাইলিশ।
ক্লাশ সেভেনে থাকতে রাকিব কে অসম্ভব বেশি পছন্দ করত। বাট বিধাতা চেহারা ভাল দেন নি।
স্বাভাবিক ভাবেই রাকিব কোনো মতেই তার সহচর্য কামনা করত না।
স্বাভাবিক ভাবেই সে ব্যপক কষ্ট পেত।
তার এই কষ্টের পরিমাণ বেড়ে পাহাড়ের সমান হল যখন চোখের সামনে তার বান্ধবী দিশার সাথে তার রিলেশন হল।
কষ্ট টা বুকে চেপেই তার দিন যাচ্ছিল।
হঠাত একটা দিন কিছু গান ডাউনলোড করতে গিয়ে সে গুগল এডসেন্সে ফেসবুক নামক ওয়েবসাইট এর সন্ধান পেল।
কৌতুহল বশত ই একাউন্ট খুলল।
কয়টা ক্ষ্যাত টাইপের পিক ও আপ্লোড দিল।
কিছুদিন ইউজ করল।
খালি ক্ষ্যাত ক্ষ্যাত টাইপের ছেলেদের সাজেশন আসত তার।এর মাঝ থেকে কি জীবন সংগীনি পছন্দ করা যায়???? ছি ছি। ।।।ভাবে সে.....
হঠাত এক মেয়ের প্রোফাইলে ঢুকে চোখ ছানাবড়া। আরে এ তো মালিহা। ওর চেহারা কত বিশ্রী। অথচ এখানে ৭৯ টা লাইক???? :O
ওহ মাই গড ..
সে দ্রুত তার আইফোন টা নিয়ে বাথ্রুমে গেল। ঠিক ওই স্টাইলে কয়েকটা পিক তুল্ল।এরপর একেক্টা আপ্লোড দিল। ১০০ খানেক ফ্রেন্ডলিস্টের থেকে ২৩ টা লাইক পড়ল।
লাইক কিভাবে বাড়ানো যায় এর জন্যে সে ফেবু এক্সপার্T রুশনি কে ফোন দিল।
সে বলল নাম গুলো স্টাইলিশ ফন্ট বা বাংলায় লেখবি।
যদি বাংলা নাম হয় বাংলায় স্ট্যাটাস দিবি।স্ট্যাইলিশ ইংলিশ হইলে ওই ফন্টে স্ট্যাটাস দিবি।
সে ভাবলো ইংলিশ লেখা তো ভেজাল বাংলাতেই দেই।
সে নাম দিল "আবৃত্তি সুলতানা মিতু "
এরপর কিছু ফ্রেন্ড রিকু পাঠালো।৬ দিনের দিন তার ১৭০০ বন্ধু ও ১৬৮ টা ফলোয়ার জুটলো।
সে তো অনেক খুশি।
এরপর সে স্ট্যাটাস দিল "আজ ছাদে কিয়ে কয়টা তারা ছাড়া কিছুই দেখলাম না "
সে বাথ্রুমে গেল স্ট্যাটাস দিয়ে।এসে দেখে অবাক আরে ৭২ টা লাইক। :O
ধীরে ধিরে জনপ্রিয়তা লাভ করল।
বিএফ হল নর্থ সাউথের ব্যপক স্টাইলিশ তুষারের সাথে।
কয়টা পিক ও আপ্লোড দিল।
আর যায় কোথায়???
রকেটের চেয়ে দ্রুতগতিতে লাইক পড়ল।
হয়ে গেল সে ফেবু ছেলেব্রেটি।
আর এক বালক বসে বসে বাল ছিড়িতে লাগিল কারণ সে সারাদিন ভেবে ভেবে স্ট্যাটাস বের করেও লাইক পেত না আর কপালেও গার্ল্ফ্রেন্ড জুটত না.....
©somewhere in net ltd.