নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

দুটি হৃদপিন্ডের দানবীয় মৃত্যু......-সৃজন

১৫ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৪৮

তোমার প্রতিটা অস্তিত্ব আমি খুন করব বল্লম দিয়ে।

তোমার প্রতিটা নিশ্বাস আমি আলাদা করব।

টুকরো টুকরো করব তোমার বিশ্বাস।

তোমাকে ঘুম পাড়িয়ে দেব বিষাক্ত বিষের নেশায়।

ছটফট করবে তুমি আধার অমানিশায়।



কেউ থাকবে না পাশে তোমার।

কাতড়াবে তুমি অলশ দেহে।

দেহটা এতটাই অলস থাকবে

শিতকার করার ক্ষমতা তোমার থাকবে না।



যতটা নিষ্ঠুরতায় আমার হৃদয় ভেংগেছিলে

তার চাইতেও অস্থিরতার সাথে আমি তোমার মরিচাপড়া দেহ ভাংবো।



হিংস্র,পিপাসর্ত হয়ে তোমার মৃত্যু দেখব।

তোমার জন্যে আমার চোখের জল নয়।

কি বেরুবে জানো???

নাহ জানো নাহ।

তোমার মত বেজন্মার জন্য আমার

জিভ বেয়ে লক লক করে লালা ঝড়বে।



মিথ্যেবাদীর জন্যে ঝরনার মত চোখের জল পড়ে না।

নিষ্ঠুরের জন্য বুকের পাহাড় ধসে না।



চোখের পানি শুদ্ধতম ভালোবাসার জন্য।

তুমি কি ভেবেছ?

তোমার নিশ্বাস থেমে গেলেই আমি থামব?



তুমি ভুল ......

তুমি মরে গেলেও আমি থামব না।

আমার ক্লান্ত দেহ তোমার কাছে যাবে।

নাহ আলিংগণের জন্য না....

তুমি আলিংগণের মর্ম বোঝো না।

আলিংগণ,চুম্বন তোমার জন্য না।



আমার হাত তুলে নিবে এপিটাফের পাথর।

যা দিয়ে দিয়ে থেতলে থেতলে নিশ্চিহ্ণ করে দিবে তোমার মস্তিষ্ক

যা দিয়ে অজস্র মিথ্যার তুবড়ি বের করতে।

নীল নকশার মত সাজাতে অজশ্র ধোকার চাল।

আর পাশা খেলায় পরাজিত রাজার মত

হেরে যেতাম আমি প্রতিটা দান।



তুমি এতটাই পারদর্শী খেলোয়াড় ছিলে

যে তোমাকে আমি এতটুকু পরিমান ও টলাতে পারি নি।



তোমাকে আমি নিশ্চিহ্ণ করব।

হাওয়ায় বিলীন করব তোমাকে।

লালা শুকিয়ে যাবে আমার মুখ থেকে।

নিস্তেজ হবে আমার শরীর।



ক্লান্ত অবসন্ন দেহে

আমি খোড়া পায়ে রউনা করব

তোমার জন্য খোড়া কবরের পানে।

কবরের গর্তে শরীর এলিয়ে দিব।

মাথায় তোমার জন্য আনা

এপিটাফ রেখে ঘুমিয়ে পড়ব আমি

অনন্তকালের ঘুম.........















কিছু কথাঃ কথাগুলো এক্সাক্টলি কাকে ভেবে লেখছি আমি কাকে ভেবে লিখছি নিজেও জানি না।

হয়ত সমগ্র পুরুষ জাতিকে মেনশন করছি।আর নারী হিসেবে সমগ্র ছলনাময়ী নারী জাতিকে।

অথবা শুধুই হিরাকে।কিন্তু সবচেয়ে বড় অবাস্তব সত্য হল আমি এখনো ভালোই হীরাকে ভালোবাসি।আগের মতই বা একটু কম মিস করি।তাই বলে তার বিপরীতে লেখা তো নিষেধ না।ওর জন্য এখনো আমার মাঝে ঘৃণা কাজ করে হয়ত ওকে আজো ভালবাসি।একটুও ঘৃণা করি ঠিক আগের মতই ভালোবাসতাম, ভালো বাসি।হয়তোবা ভালোবেসে যেতে হবে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.