![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
-রাফিয়ান,বাবা ইফতারীর পরেই বিছানায় চলে গেলি যে নেটে বসবি না????
রাফিয়ানের বিস্ময়ের ঘোর ই যেন কাটতে চায় না।
বাবা নেটে বসতে বলছেন??? অবাক করা বিষয় তো।যে নিয়মিত নেটে বসার জন্যে মারধোর করেন।সে নেটে বসতে বলছেন????
-নাহ বাবা ভালো লাগছে না।
-কাল তো মুজাহিদের রায়।আজ ব্লগে পোষ্ট করবি না???
-ব্লগে??? ও হ্যা.....নাহ করবো না।
-করবি না মানে??? তুই ই তো নিয়মিত পোষ্টের জন্যে পাগল হতি।
-এখন আর হতে ইচ্ছে করে না।
-কেনো??? ভিজিটর কমে গেসে নাকি??? আরে বাড়বে বাড়বে।একটু কষ্ট কর।
-নাহ বাবা কেউ সত্য বোঝে না।দশটা মিথ্যা দশজনের কাছে বললে সত্যি হয়ে যায়।সবাই এই সত্যি ই বোঝে।আমরা সংখ্য লঘু।আমাদের সত্যি সবার কাছে পৌছায় না।
-তাই বলে কেউ সত্য প্রচার না করে বসে থাকে???
-থাকে। তোমার ছেলে থাকে।
-তার মানে দেশের জন্যে আর কিছু লেখবি না??
-বাবা লেখা কেনো কোনো কাজ ই আর আসবে না মন থেকে। যেই ছেলে সবাইকে বলত ডাক্তারি পাস করে দেশে ফিরে আসব।তারাও বলবে অনিনার্য কারণবশত ফিরতে পারছি না।
-তুই আসবি যখন পড়া শেষ হবে??
-বাবা তোমার কসম আমি গ্রীনকার্ড পেলে আর আসব না।
-ছিঃছিঃ বাবা কি বলিস এসব??
-বাবা কই তুমি তো মুক্তিযোদ্ধা ছিলে তুমি তো পার নি গোলাম আজমের রায় হউয়ার পর টিভিতে সরকার কে ছিঃছিঃ দিতে।আমাকে দাও ক্যানো??
-সবসময় সব দেয়া যায় না।
-জানতাম বাবা।যেই মৃত্যুকে হাতে রেখে যুদ্ধ করেছিলে সেই মৃত্যুকে হাতে রেখে দুটো কথা গতকালের টক শো তে বলতে পার নি।
রহিম সাহেব বাকরুদ্ধ হয়ে যায়।
কি বলবে সে?
ছেলে তো সত্যকথা ঈ বলেছে।
সে কাপিরুষতার কথাই বলেছে।
সে তার ছেলেকে অকর্মণ্য বলত।
আজ কেনো জানি গর্বে তার বুকটা ফুলে ওঠে।
এই গর্ব টা বেশিদিনের জন্যে নয়।
হয়ত আর মাস ছয় বা আট।
তারপরেই হয়ত কাজীপাড়ার কোনো অলি গলিতে তার লাশ পাওয়া যাবে।
হয়ত পেপারে বড় বড় লাল অক্ষরে ছাপা হবে "ব্লগার রাফিয়ানের মুন্ডুহীন লাশ উদ্ধার "
চোখের পানি গর্বের স্থান দখল করবে।
সীমিত সময়ের অনিবার্য বেদনায় চোখ সিক্ত হবে।।।।।
©somewhere in net ltd.