নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

মায়ের মন...... :(

২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:৪০

যখন থেকে এই পিসি আর ফোনের সাথে পরিচয় আর যতদিন আমি বাসায় ছিলাম প্রতিদিন এট লিস্ট ৪০ বার শুনছি দুইটা কথা....



১.কম্পিউটারের মধ্যে বাড়িঘর বানায় রাখ..... >_<



২.যেকোনো নেশাই খারাপ।তোরে এই নেশাই নষ্ট করব। তোর চোখ নষ্ট হইব এই নেশাতেই....



প্রশ্ন দুইটার উত্তর দিতাম এভাবে.....





১.আম্মা জানো এখন ফার্ম্ভিলে,সিমস নামক যেইসব গেম আছে এইগুলাতে ঘরবাড়ি, বাচ্চা কাচ্চা সব বানানো যায়...... :P



আম্মা কইতো "বিয়ে করা যায় না??? >_< "



উত্তর দিতাম "হুম যায় :P করবা নাকি আর একটা??? "



২.আম্মা এখনকার পিসি গুলোর ডিস্পলে জানো কতটা আধুনিক প্রযুক্তিতে বানায়,??? কিছুই হয়না চোখে।



আম্মু শুনে খুব রাগ করত।যতই ভাল প্রযুক্তিতে বানাক।চোখের ১৮ টা ঠিক ই বাজে।



যদিও তখন বুঝি না।বুঝলাম ৪ টা বছর পর এসে রাত দিন ৯-১৩ ঘন্টা ডিভাইস চোখের সামনে রেখে।



আসলেই দাত থাকতে কেউ দাতের মর্যাদা দেয় না... :(

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.