নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

বিবেকতা বোধের পরাজয়......

২২ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬

সাইম.....

ডাক্তার বাবার বড় ছেলে...

শুধু ডাক্তার বললে ভূল হবে নাম যশ আলা ডাক্তার।

মানে অনেক টাকার মালিক।



তবে যারা আকাশে থাকে তারাই মহাকাশ ছোয়ার স্বপ্ন দেখে।



স্বাভাবিক ভাবেই তার বাবা এর ও আকাশে থেকে মহাকাশ ছোয়ার স্বপ্ন থাকে।তবে সেটাই অবশ্যই সত উপায়ে না।



যার বাবা এমন ছেলের ও ভাল থাকা সম্ভব না।হ্যা বাবার লাছ থেকেই সে অসত হউয়া শিখেছে....



মানুষ কে ঠকানো তাদের পারিবারিক ঐতিহ্য হয়ে গেসে।



যখন গ্রাম থেকে রাহাত তাদের বাড়ি পড়াশোনা র উদ্দেশ্যে আসে সাইমের যেন একটু অসস্ত্বি লাগতে শুরু করে।কারণ এরকম একটা গাইয়ো লোকের সাথে থাকা একটু অসস্ত্বিকর ঈ বটে।



কিন্তু পরবর্তীতে অন্য একটা চিন্তা তার মাথায় খেলে যায়।



রাহাত কে এই মানুশ ঠকানোর কাজে লাগালেই তো হয়।কিন্তু কীভাবে শুরু করা যায় কথা টা ....????





-রাহাত।কোন কোচিং এ ভর্তি হলি???



-ফোকাস।



-টাকা পয়সা কি সব বাড়ি থেকে পাঠাবে???



-নাহ ভাইয়া একটা চাকরি খুজে দিবি??



-আমি একটা কাজ করি করবি আমার সাথে?? অনেক টাকা।



-কি কাজ??



-এই মনে কর সন্ধ্যার পর কর্তে হবে।



-কি বল তো ক্লিয়ার করে।



-এই মনে কর কেউ সন্ধ্যার সময় যাচ্ছে জাস্ট তার সামনে গিয়ে দাড়িয়ে সব চাব।দিলে দিবে না দিলে চাকু বের করে চাব।এমনিতেই অত রাতে সামনে গেলে সবার আত্মা শুকিয়ে আসে।আর চাকু চকচক করলেই এমনিতেই সব দিয়ে দেয়।



-মানে ছিনতাই???



-ওরকম ই



-ভাইয়া জন্মের সময় তো আর চোর ছিলাম না।তাহলে টাকার প্রয়োজনে কেনো আজ চোর হব???



হাত দুইটা আছে কি জন্যে???



-যতটা সহজ ভাবছিস ততটা না।



সাইম শুধু এতটকূ বলেই চলে যায়।



ছাদে গিয়ে দাড়িয়ে থাকে।বিবেকের সাথে বিড়বিড় করে কি যেন বলে..........

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.