নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

অস্ফুট চিঠি......

২৮ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮

মাঝে মাঝে উপরে উঠতে গেলে কাছের অনেক মানুষের সাথে বেঈমানী করতে হয়.......তাইনা???



তোমার বেঈমানীটা দেখে আমি হতবিহব্বল হয়ে গিয়েছিলাম।



এটাও সম্ভব......???



রুদ্ধশ্বাসে এক নাগারে তিন দিন কেদেছিলাম দরজা ভিড়িয়ে....



রুমে আমি একা মাঝে মাঝে অবশ্য একটা ছায়ার জন্ম নিত।কিন্তু সেটা কোথায় হারিয়ে যেত নিজেও টের পেতাম না।একদম ই তোমার মত।



হঠাৎ করেই উদিত হঠাৎ করেই অস্ত।



আমার ছায়াটাও কেমন বেঈমানী করে দেখেছ....???



আচ্ছা এটা বুঝি জগৎের নিয়ম।তাই না....???



হতে পারে....



জানো আমি সবাইকে বলি তোমার জন্য আমার মোহ কাজ করে।তোমাকে আমি মোটেও ভালবাসি না।



আচ্ছা তুমি ই বল,ভাল যদি নাই বাসি তবে এতদিন মনে রেখেছি কেনো????



কেনো এতটা দিন পরেও তোমার দেয়া চকলেটের এলুমিনিয়ামের কাগজ আমার ড্রয়ারের কাপড় খুজতে গিয়ে বেরিয়ে আসে....???



আমার কথা মনে আছে তোমার....???



সেই বড় চুল ওয়ালা কালো ছেলেটা....???



যে প্রতিদিন তারার মেলার গলিটায় তোমার জন্যে দাড়িয়ে থাকত.....



ভীত সন্ত্রস্ত দূরু কম্পমান ঠোটে তোমাকে জিজ্ঞেস করত "এত সময় লাগল আসতে.....?? "



জানো ছেলেটা আজ আরো কালো হয়ে গেছে....



জানো বহু দিন যাবৎ ছেলেটা বই ও ধরে না।



অথচ একসময় সে পড়ার ক্ষতি হচ্ছে বলে তোমার সাথে কথাও বলতে চাইত না।



ছেলেটা আজ অনেক বদলে গেছে।



অনেক ......



তুমি কল্পনাও করতে পারবে না ছেলেটা কতটা একা....



কতটা অসহ্য যন্ত্রণা কতটা ভয়ংকর ভালোবাসা ভালোবেসে দিন কাটাচ্ছে...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.