নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

একাত্তরের জন্মানো আগাছা......

০২ রা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯

মাগো,সেদিন তুমি কেদেছিলে.....???

আমি কাদিনি।

বাচ্চা ছিলাম তখন

ছোট্ট বাচ্চা।



মুখের উপর অশ্রুবিন্দু যখন পড়ল

ভাবলাম হয়ত পানির ফোটা।

উনসত্তরের গণ অভ্যুত্থানে বাবার মৃত্যু

তোমার কাছে ছিল অপ্রত্যাশিত।



এমন অপ্রত্যাশিত মৃত্যু তুমি আশা করনি তাইনা?

এইজন্যেই সাতপাকের মত উঠানের চারকোনো

তিনবার ঘুরেছিলে?

আমি বুঝতে পারতাম জানো?



নাভীর টান আমাকে বুঝতে দিত।

বারবার নাভীতে চিন চিনে টান অনুভব করতাম

হাত পা ও নেড়ে উঠতাম

তাতে তুমি ককিয়ে উঠতে।



আমার জন্মের পরও তুমি কানতে অনেক

বুঝিনি আমি কিছুই।



বাবা চলে যাওয়ার পর আমি ই

মনে হয় তোমার সব ছিলাম।

তাই না মা???

চাদের টুকরো,সোনা মানিক।



মাগো জানো একাত্তরের সেই ভয়াল বিকেল

আসলে ভয়াল কোনো ভয়ানক বিকেল ছিল না

ছিল সেই মানুষগুলো ভয়নকর।



তারা যখন তোমাকে দরজা বন্ধ করে

অনেক অনেক অত্যাচার করে মেরে ফেলল

আমার চোখ দিয়ে অশ্রু পড়েছিল না।

আমি ধোয়ার গন্ধ পেয়েছিলাম।

সত্যি মা ধোয়ার গন্ধ।

বারুদের গন্ধ পেয়েছিলাম।



অশ্রুর বদলে বারুদ।



মজার না .....???



সেই বারুদ তখন অপরিণত ছিল।

তাই সে কিছুই করতে পারিনি।

শরীরের মাংসপেশি শুধু কয়েকবার কেপে কেপে উঠছিল।



কান্নায় কোকায় না তোমার ছেলে।

জেনে রেখ মা অমন ছেলে তুমি জন্ম দিয়ছিলে না।

যার বাবা বন্দুকের সামনে দাড়াতে ভয় পায় না

তার ছেলে কামানের সামনে দাড়াতেও ভয় পায় না।



তোমার ছেলে বারুদে গড়া ছেলে।

আগুনের মূর্তি।



এই বাংলার শত্রুদের বিরুদ্ধে আজ ও সে রুখে দাড়ায়।

কাধে কাধ মেলায় গরীব, নিঃসদের......



ঠিক বাবার মত

তোমার মত.......

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.