![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
কিছু অবচ্ছন্নতা যখন ছুয়েছিল আমায়
কিছু ক্রন্দন যখন ভাবিয়েছিল আমায়
তখন ই স্বর্গের নর্তকী হয়ে
আমার কল্পনায় এসেছিল তুমি।
যেমন প্রস্ফুটিতা কোন ফুল প্রস্ফুটিত হয়
ফুল গাছে
যেমন নাড়ির টানের বাইরে বেরিয়ে আসে বাছুরের বাচ্চা।
ঠিক তেমন ভাবেই তোমার আগমন আমার হৃদয়ে।
কিন্তু এরপর কোনো এক অজানা কারনে তোমায় হারালাম।
ঠিক যেমন বিষন্ন সন্ধ্যায় কোনো এক অপ্সরী
তার ছোট্ট কার্বন যুক্ত ফুৎকারে নিথ্র করে দেয়
এক জলন্ত মোমবাতিকে।
ঠিক তেমনি ভাবে আমিও নিশ্চুপ হয়ে গেলাম
কিছু এলোমেলো চুল নিয়ে।
তোমাকে দূষবো কিভাবে বল??
সময়ের পরিবর্তনে তোমার পরিবর্তন অস্বাভাবিক কিছু নয়।
আমিও পাল্টাচ্ছি ধীরগতিতে।
চূল গুলো এখন আরো বড়।
শুধু তারাগুলো ছোট ছোট।
দূর থেকে হাতছানি
বড়কোনো দেশে যাওয়ার জন্য।
অসংখ্য নরকের নর্তকী মর্তে আমার জন্য অপেক্ষমান।
শুধু তোমার একটি ইশারা প্রয়োজন।
দিবে......????
©somewhere in net ltd.