![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
-রুহী এত রাত্রে জেগে আছ ক্যান???
-এম্নি। তোমার কথা মনে করছিলাম।
-তাই??? কি ভাবতেছিলা?? কিভাবে অর্নবের সাথে রুহিনকে ফাকি দিয়ে কথা বলা যায়???
-কি বলতেছ আবোল তাবোল??? আমি তোমাকেই ভালোবাসি অর্নবের সাথে ফ্রেন্ড হিসেবে কিছুদিন কথা বলতাম তুমি রাগ করতা বলে এখন বলি না।
-তাই???
-হুম জান তাই।লাভ ইউ কিট্টি।
-এতক্ষণ ফোন বন্ধ ছিল ক্যান???
-ছি রুহিন আম্মু পাশে ছিল তাই ফোন বন্ধ ছিল।আর আমাকে এভাবে সন্দেহ করলা??? তুমি না আমাকে অনেক ভালোবাস তাইলে কিভাবে সন্দেহ করলা???
-আমি সন্দেহ করি নাই।আমি প্রমাণ নিয়ে কথা বলতেছি।
-কি প্রমাণ আছে???
-আমি এতদিন খালি শুনতাম তুমি অর্নবের সাথে "গ্রাউন্ড জিরো " তে দেখা করতে যাও।বাইপাসে ওর বাইকে ঘুরে বেড়াও।আজ প্রমাণ পাইলাম।
কান্নার শব্দ ভেসে আসে.....
-রুহিন এই ছিল আমার ভালবাসা??? তুমি মানুশের কাছে উল্টা পাল্টা শুনে এসে আমাকে এমন বলতে পারলা???আমার প্রতি এতটাই অবিশ্বাস??? সবাই আমাদের প্রতি জেলাস ফিল করে এসব কথা ছড়ায়...
-আমিও তাই মনে করতাম।বাট আজ এখন এই মুহূর্তে করি না।
-মানে কি?? কি বলতে চাও।
-সেদিন আমি রিক্সায় তোমার ফোন হাতানোর সময় তোমার ফোনে ইন্টারনেট কাস্টমার সার্ভিস অন কররেখেছিলাম।
একটু আগে দেখলাম তুমি অর্নব কে ফোন দিছ।ক্যান করলা এমন??? আমি তো তোমাকে অনেক ভালবাসি।আমি তো জানতাম তুমিও বাস।বাট আজ তুমি এইটা ক্যামনে করলা????
-হুহ।ভালবাসা???? তোমাকে ভালবাসি বলেই আমি ওর সাথে রুম ডেটে যাই নাই,কিস দেই নাই।বুঝলা???
-মানে ....???
-মানে কি বুঝনা??? তুমি আমার সাথে রিক্সায় বেড়াও কবে ভাড়া দিছ??? কবে তুমি আমাকে খাওয়াইছ??? প্রতিটা দিন আমি বিল দিছি।আর ফলটা কি পাইছি??? কোনো ছেলের সাথে কথা বল্লেই কান্দাকাটি করছ।ইমোশনাল ব্লাকমেইল করছ।
-আমি তো কোনো মেয়ের সাথে কথা বলি না।তুমি ক্যানো বল??? আর আমার কাছে ভাড়া চাইতা???
-এহ কি বড়লোকের ছেলেরে???? টাকা চুদাইতে আইছে??? ওই তোর বাপের কয় টাকা আছেরে???
-রাহী...???
-কি কাদবি??? কাদ।আমারে ব্লাকমেইল কর আবার।তোর এই কান্নার জন্যে আমি তোরে ফোন দেই।নাইলে তোর মত ফকিন্নির পুতরে আমি ফোন দিতাম না।
-রাহী আমার বাবার নামে বল ক্যান? আমারে বল।বাবা ক্যানো???
-ধুৎ....
ফোনটা কেটে যায়। রুহিন আবার ফোন দেয়াতে ফোনের স্ক্রিনে ওয়েটিং কল লেখাটি ভেসে ওঠে....
আর চোখের থেকে সেই জল যার জন্যে রাহী এতদিন তার কাছে ছিল।আজ এই জল টাকে নিচে পড়তে দেয় না সে।এর দাম অনেক।এটা দিয়েই রাহীর মূল্যবান সময়টাকে কিনে নিয়েছিল নিজের অজান্তেই......
©somewhere in net ltd.