![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
চোখের নিচে পড়ছে দাগ
চুলগুলো সব নিচ্ছে বাক
দাড়িগুলোর ভীষন খোচায়
আমি এক সজাগ কাক
ঘুমগুলো সব অন্যরূপে
কাদাচ্ছে আমায় ধুকে ধুকে
তোমার স্মৃতি মনে করিয়ে
কেন জাগাচ্ছে বিছানার বুকে??
চাই না আমি থাকতে সজাগ
বিশ্রী গানের শ্রোতার মত
চাই না দেখতে আকাশের চাদ
ছোট্ট সেই কুকুরের মত।
ঘুমুতে চাই বালিশের ওপর
তোমার স্মৃতি এফোড় ওফোড়
সেই চিঠি আর সেই ডাইরীর
অল্প কিছু স্মৃতির ভেতর।
পৃষ্ঠা ছিড়ে উড়োজাহাজের মত
উড়িয়েছি কাগজ কত
ডাইরীর পাতা আজ ও পারিনি
ছিড়তে চেয়েছি আমি যত।
যত ভুলি তত মনে রেখে
গল্প কাব্য এক করেছি
ফোনের নোটে আর কাগজে
শব্দ গুলো বন্দী করেছি
ঘুমোতে পারিনি তবুও আমি
অজানা এক আর্তনাদে কাদি
আজ ই ঘুমাবো আজ ই ভাবি
মনের মধ্যে জাগছে কবি..
সৃজন
২৪.০৯.১৩
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৪
অনুপম অনুষঙ্গ বলেছেন: আমার প্রকাশিত কাব্যগ্রন্থ :
১. এবার ধরা দাও (২০০০)
২. উচ্ছ্বাস(২০০১)
৩. পরিত্যক্ত পদাবলি(২০০২)
৪. এক বিকেলে(২০০৪)
৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫)
৬. ভাঙনের শব্দ(২০১১)
৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২)
৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২)
গবেষণা গ্রন্থ :
১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়)
২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা