![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
কিছু গেমস আর যুদ্ধখেলায়
মানুষ যখন মৃত্যু ভেলায়
আমি বসে হাততালি দিয়ে
সুখের দিন করছি যাপন।
কিছু মুভি আর জীবন যুদ্ধে
কিছু মানুষ সবার উর্দ্ধে
আমি শুয়ে হেডফোন নিয়ে
করছি যাপন সুখের ক্ষণ...
কিছু গান আর গিটারের তারে
স্বপ্ন যারা বন্দী করে
জীবন যুদ্ধে পরাজিত হয়ে
করছে শান্ত আমার মন
তখন আমি বসে বসে
কাটাচ্ছি সুখের ক্ষণ...
গান সব গান নয়
লেখাগুলো অন্ধকারে রয়
কাঠপেন্সিল আর ছোট্ট খাতায়
কষ্ট সব বন্দী রয়।
সুখের দিন পার করি
দিনে রাতে পান করি
জীবন এক ফূর্তির জোয়ারে
কিছু গল্প,ফান করি
তখন কেউ ক্ষুধার রাজ্যে
খিদে আর পিপাসা র সাথে
গিটার নিয়ে সাধনা করে
নতুন কোনো সুরের খোজে
সৃজন
২৩.০৯.১৩
২| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৩
অনুপম অনুষঙ্গ বলেছেন: আমার প্রকাশিত কাব্যগ্রন্থ :
১. এবার ধরা দাও (২০০০)
২. উচ্ছ্বাস(২০০১)
৩. পরিত্যক্ত পদাবলি(২০০২)
৪. এক বিকেলে(২০০৪)
৫. নিঃসঙ্গ নির্জন(২০০৫)
৬. ভাঙনের শব্দ(২০১১)
৭. আমার সন্তান যেন দুধেভাতে(২০১২)
৮. চারিদিকে জীবনে সমুদ্র-সফেন(২০১২)
গবেষণা গ্রন্থ :
১. শওকত আলীর উপন্যাস : কলাকৌশল ও বিশেষ বৈশিষ্ট্য( প্রকাশের অপেক্ষায়)
২. বাংলাদেশের উপন্যাস : নারীর স্বাধিকার চেতনা
©somewhere in net ltd.
১|
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:০৩
অনুপম অনুষঙ্গ বলেছেন: H