![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
এমন ভোর আসবে কবে
অন্য এক সূর্য উঠবে
আমায় তুমি মোড়ে মোড়ে
খুজবে এক পোষ্টার হাতে
ঘামে ভেজা গুমোট শরীরে
হাপাবে তুমি ব্যস্ত নগরীতে
রিক্সা আর ক্যাবের ভিড়ে
কলঙ্ক পড়বে না তোমার চরিত্রে
বল কবে দেখব তোমার
ইন্দ্র নীল অপ্সরির সাজে
যেই বদ্ধতায় তুমি আমি
জেগে উঠব আদিম নৃত্য
তুমি নামের গল্পগুলো
সূর্যের আলোয় প্রান পাবে
কুয়াশার মাঝে ধুয়াশায়
আলোর তীব্রতায় কথা বলবে...
সৃজন
২৩.০৯.১৩
©somewhere in net ltd.