নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

দেশপ্রেম বিক্রয়ের জন্য নহে ....

২৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৮

বহু ত্যাগ,তীতিক্ষার পরে

বালক বেরুলো রাস্তায় স্বপ্ন হাতে

দেশকে জাগানোর সুপ্ত ইচ্ছা

আর সেই অমূল্য মন্ত্র হাতে...



বেড়নোর পথে কিছু অচিন সাথী

তার পথের পথিক সাজে

গল্প আর কবিতার করুন স্বরে

কাতর কাতর রব তোলে



দেশকে বাচানোর দুর্লভ প্রত্যয়ে

মনের মাঝে ছবি আকে

বাস্তবে রূপ দেয়া কষ্ট জেনেও

স্বপ্ন সত্যির লড়াই করে...



পথিমধ্যে কিছু নতুন বালক

নতুন পথের বাধা সাজে।

কুমন্ত্রণা আর লোভ দেখিয়ে

বালকগুলোকে কক্ষচ্যুত করে...



সবার উপরে দেশপ্রেম থাকলেও

সবাই পারে না তা মনে ধরতে

বাহ্যিক ভদ্রতায় ভদ্র হয় নাকো

অসভ্য কোনো বর্বর ছেলে।



তবুও আছে বাংলা মায়ের

অন্য এক দুর্বল ছেলে

শরীরে জোড় না থাকলেও

মনে শক্তি বিরাজ করে



কুলাঙ্গার এর সামনে

কষ্ট করে কষ্ট সহে

বুক ফুলিয়ে বলতে পারে

"আমার দেশপ্রেম বিক্রয়ের জন্য নহে..."

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.