![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
ছাত্ররা টিচারদের
কাছে পড়তে বাধ্য আর এই
সুযোগটা যদি প্রত্যেক টিচার নেয়
তবে জিনিসটা ঘৃণ্য বলেই
ধরে নিতে হয়।
অবশ্য এতে সরকারের কিচ্ছুই যায়
আসে না।মানুষ মরে খুন হয়ে যাওয়ার পর
প্রধানমন্ত্রীর
কানে গেলে তিনি বলবেন "গভীর
নিন্দা প্রকাশ করলাম " ব্যাস শেষ.....
স্কুল কলেজের আজকের টিচার
রা প্রাইভেট পড়ানোর নামে যেই
অত্যাচার শুরু করছে তাতে গরীব
বা মধ্যবিত্ত পিতামাতার
নিন্দা জানানো ছাড়া আর
কোনো উপায় নেই।
সরকার যেখানে মাত্র ২০০
টাকা করে পড়াতে নির্দেশ দিয়েছেন
প্রায় সব টিচার ( ভাল টিচার
এখনো বিদ্যমান।তবে গুটিকয়েক) ৫০০
করে নিচ্ছে।
তবে এটা আনওফিসিয়ালি।
অথচ আগে নিত ৪০০ করে।
ক্লাসে এসব টিচার অকর্মণ্য, নিথর।
তাহলে কি হচ্ছে??? সেই বাস্তবতাই
আবার প্রতিফলিত হচ্ছে।
গরীবরা আরো গরীব / অশিক্ষিত আর
বড়লোকরা আরো বড়লোক /
আরো শিক্ষিত হচ্ছে
এরা টিচার নামে কলঙ্ক। থু থু
দিলে জিনিসটা খারাপ দেখায় তাই
ধিক্কার দিলাম এইসব টিচার নামের
মানুষগুলোকে.....
বাঙালী ছেলেপেলেদের এত কিছু
নিয়ে জেগে ঊঠতে দেখেছি কিন্তু
এই ব্যপারটা নিয়ে কেউ
জ্বলে ঊঠলো না।কারন
আমরা টিচারদের হাতের পুতুল
হয়ে গেছি।
আরে এমনই যদি হয় যে,সব বড়লোকের
ছেলেপেলেই যদি শুধু প্রাইভেট
প্ড়বে আর
গরীবরা পড়বে না তাহলে দেশের সব
স্কুল কলেজের বেতন ৩০০০-৪০০০
করে দেয়া হোক।
আম্রয়া কলেজেই
কোচিং সিস্টেমের পড়াশোনা করি।
আলাদা মুখোশ পড়্ব থাকার দরকার
কি এইসব টিচার নামের ভন্ডগুলোর.....?
???
২| ০২ রা অক্টোবর, ২০১৩ ভোর ৪:৪২
ওবায়েদুল আকবর বলেছেন: বাংলাদেশের ছাত্ররা এতে বিক্ষুব্ধ হবে কেন? এদের কাছে প্রাইভেট পড়েই তো বেশীরভাগ ঢাবি, বুয়েটে চান্স পায়।
একবার প্রাইভেট পড়া বন্ধ করালে রেজাল্টের ধরণ ধারণ আমূল পালটে যেতে বাধ্য।
৩| ৩১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:০৬
নির্বাসিত শব্দযোদ্ধা বলেছেন: আসলে পরিবর্তন টা দেখতেও চাই
©somewhere in net ltd.
১|
০১ লা অক্টোবর, ২০১৩ রাত ১১:৪১
দুরন্ত-পথিক বলেছেন: না, স্কুল বাতিল করে সব কোচিং সেন্টার করা হোক , তাহলে ই যথার্থ হবে আর টিচার রাও খুশী ।