![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
আম্রা যখন বাড়ি বানানো শুরু করলাম একটা মিস্ত্রি বল্ল সে বাড়ির কাজ শেষ না হওয়া পর্যন্ত এখান থেকে যাবে না।কারন টা জিজ্ঞেস করলে বলত না।আমাদের গ্রামের বাড়ির পরিচিত লোক হওয়ায় আব্বু তাকে রেখে দেয়।তো আমি বাড়ি বানানোর সময় মিস্ত্রিদের সারাদিন সাহায্য করতাম তো একসময় এক মিস্ত্রী ( সম্পর্কে ভাইয়া প্যাচানো সম্পর্কের) কে জিজ্ঞেস করলাম....
- ওমর ভাইয়া রাসু ( যার কথা বলছিলাম। বয়স্ক অনেক বাট সম্পর্কে ভাইয়া হয়) ভাই গ্রামে যায় না কক্যান....??? :O
- যেই কাম কইরে থুইয়ে আইছে আর কি যায় >_<
-ক্যা কি করছে....??? :O
-চরনারায়নপুর (আমাদের দাদুবাড়ির পরের গ্রাম) যযাওয়ার টাইমে একটা ব্রিজ আছে না ....???? (ওইখানে প্রায়ই লোকজন আত্মহত্যা করে।ফাকা এলাকা।রেল্লাইনের পাশে।প্রতি কুরবানী ঈদে একটা দুইটা লাশ পাওয়া যায়।ছিন্তাইকারী রা গরুর ব্যাপারীদের মাইরে ফেলায়)
-হুম আছে।তো...???
-ও এক দুপুরে ওই রেললাইন দিয়ে আস্তেছিল।হঠাৎ একটা পাথর ওরে ডাকে।বলে বাড়ি নিয়ে যাও।ওইটার উপর বসলে ও যে কারও অসুখ বিসুখের কথা বলত পারত।
-ধুর গুল মারেন খালি।পাথর কথা কয় ক্যাম্নে....???
- ওই জানে।কিছুদিন আগেও গ্রামে অনেক মুরিদ ছিল
গ্রামে তো যাও না জানো না।
-আচ্ছা তো প্রব কি এখন।
-রাজবাড়ির এম্পি কেরামত আলী পরোক্ষভাবে তার মুরিদ হয় ( হি মিনস কেরামত আলীর চ্যালা বেলা)
।এরপর ওনার একটা অস্ত্র আর মাল চালানের ভবিষ্যত বানী এর কাছ থেকে নিছিল।এই পাথর নাকি বারবার নিষেধ করতেছিল ( চোখ বন্ধ করলে এবং পায়ের নিচে রাখলে ওই পাথর কথা বলত ওই ভাইয়ার সাথে আর কেউ বুঝত না।)
কিন্তু ওদের অনেক টাকার লোভে সে ভবিষ্যত বানী করে দেয়। কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়।গোয়ালন্দ মোড়ে ৬ জঅনের ৪ জন ধরা খায় ওই অস্ত্রসহ।এর পর থেকে সে পলাতক আর ওই পাথর কথা বলে না।
এইটা সত্যি হতে পারে।কারন বাবার কাছে শুনছি ওই চারজনের একজন আমাদের গ্রামের যে কিছুদিন আগে ছাড়া পায়ছে জেল থেকে :/
©somewhere in net ltd.