নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

কথপোকথন ৩

০৫ ই নভেম্বর, ২০১৩ রাত ৮:২৫

-হ্যা দোস্ত বল....

-বলতেছিলাম কি,একটা মেয়ের সাথে প্রেম করবি....???

-আমি এই একটা বিষয়েই কখনো না উত্তর দেই না :P

-হুম সেইটা জানি।এই জন্যই তোকে ফোন দেয়া।

-চেহারা কেমন? ফেবুতে মেসেজ কর।

-চেহারা তো দেখি নাই।

-তাইলে তো খারাপ ই মনে হয়।

-না ভালো ও হতে পারে।

-মাম্মা পিছে মাইয়্যা ঘোরে তোমার....??আর আমাগো স্যান্ডেলের তলা ক্ষয়ে যায় তাগো পিছে ঘুরতে ঘুরতে।যাই হোক ক্যাম্নে পরিচয় হইলো....???

-পরিচয় হইবে কই থিক্কা...???মাইয়্যা ফেবুতে দুই একদিন মেসেজ দিছিল।রিপ্লাই দিলাম।পরে দেখি কল আইছে।কইলাম কই পাইলেন? কয় ইনফোর রে নিছে।এহন রাইত দিন খালি কল দেয় >_<

-সুন্দর মাইয়্যা।তোর পিছে ঘোরে।তাইলে তুই প্রেম না করে আমাকে দিচ্ছিস যে....???

-একচুয়ালি আই হ্যাভ নো ইন্টারেস্ট অন হার।

-বাপ্রে।তা সাহেবমশাই কেনো আপনার ওরকম সুন্দরী মেয়ের উপ্রে ইন্টারেস্ট নাই।

-ইউ নো,আই এম ভার্চুয়ালি এনগেজড উইথ এ গার্ল।

-ও আই সি।ভার্চুয়াল রিলেশন???হাহ :)

-হাসার কি হইলো....???

-তেমন কিছু না। ভার্চুয়াল রিলেশন ভার্চুয়াল এই থাক।রিয়েল টায় কনসেন্ট্রেট কর।তাইলেই তো হয়।

-আসলে আমি কারো চিট করতে পারব না। -_-

-ওলে আমার সাধুমশাই বাবুরে।চিট করতে পারবা না....??? :P

-মাই হার্ট ইজ নট ফর সেল।

-দোস্তরে ভালো একটা উপদেশ দেই....????ওই আদি আমলের মরাল রাইখে নিউ মরালে আয়। বল."মাই হার্ট হ্যাভ ফোর সেল "।আর ৪ টা সেলে চার জনরে ঢোকা।বুঝলি.....???

-দেখ দোস্ত সবাইরে দিয়ে সব হয় না।সব বাঘ তো আর মানুষ খায় না।যেগুলা খায় তাদের সবাই ই ঘৃণা করে।সে নিজে অবশ্য সুখ পায়।কিন্তু নিজেও একটাইমে মানুষের শিকারে পরিণত হয়..... -_-

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.