![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
আবেগের হ্যামিলন হয়ে
তোমার হৃদয়ে বাশি বাজিয়ে
মাতাল করার অপচেষ্টায়
সফল হওয়ার প্রসব বেদনায়
জর্জরিত হয়েও
শান্ত আমি....
নিষ্পলক চোখে
তোমার পাশে
মূহ্যমান দেহে
তোমার দিকে তাকিয়ে থাকা
শীতল হাত
তোমার হাতে...
আজ অনুভূতির এক জড়রূপ আমি
আজ প্রেমের সারাংশ আমি
গাড়ির চাকায় আমার রক্ত
তোমার চোখে অশ্রু শক্ত পোক্ত।
যার জন্য কাদতাম আমি
হন্য হয়ে অলীক প্রান্তরে
প্রতিবার ফিরিয়ে দিত
আমায় সে অল্প বিস্তরে
আমার সামনেই সে আজ বসে থাকে
এক মুঠো অশ্রু নিয়ে
হাতে হাত ধরে
এক মনে কি যেন এক প্রার্থনা করে..
এমন পরিনীতিই যদি হবে
তবে কেন আগে হলো না...???
অনুভূতিযুক্ত হাতে তোমার হাত ও
আগে ছুতে পেলাম না......
হাসপাতালের এই মর্গে
অনুভূতি যেন, আছি আমি স্বর্গে
কেমিক্যালের বাজে গন্ধে
শিহরিত হই রন্ধ্রে রন্ধ্রে
তোমায় পেলাম, তোমায় পেলাম
খুচরো এক সময়ের জন্যে
পাইকারী হারে তোমায় নিয়ে
হতাম কি আমি ধন্যে....????
©somewhere in net ltd.