![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
ঘটনা ১
-বাবা কয়টা টাকা দিবা...???
-কি কাজ ...???
-হাত খরচ
-হাতখরচ মানেই তো ছাই পাশ মোবাইলে ঢুকাস।নে ৫০ নে।
-আমার নেটের বিল ৩৫০।
-নে আর ৫০। আর নাই....
ঘটনা ২
-মা...
-বুঝিস ঈ তো বাবার হাতের অবস্থা এই মাসে ভাল না।এই ১০০ টাকা রাখ।
-মা আর কয়টা পেলে নেট বিল টা দিতাম।
-এইটা ডিম বেচার টাকা।আর তো নেই।
ঘটনা ৩
-দোস্ত সন্ধ্যায় ক্ষ্যাপ আছে হাজার টাকার।
-হাজার টাকা...???কি কস দোস্ত কিয়ের ক্ষ্যাপ...???
-আরে দাদা কইছে যাত্রাবাড়িতে নাকি লীগের পুলাপান হর্তাল কর্তে দিতেছে না ওই এলাকায় একটা কি ফুটাইতে হইব।
-কি?
-বুঝস না...???
-ককটেল...???
-হো।
-পারতাম না।
-না পারলি। এক হাজার টাকা তোর লস।
-যদি মানুষ মরে....???
-বাল মরব।ফাকা জায়গায় ফাটাবি হালার্পু...
ঘটনা ৪
-নে তোর এক হাজার।
-কিন্তু দোস্ত ওইখানে সাদা পাঞ্জাবী আলা এক লোকের লাগছে আমি সিউর।
-তোর মাথা....লাগলেও মরে নাই।
-সাইকেল থেকে পড়ে গেছিল।লাগছে মনে হয়।অন্ধকারে দেখতে পারলাম না।
-আরে তুই বেশি বোঝস।ফোন বাজতেছে ফোন ধর।বয়রা নাকি....???
-হ্যা মা।বল
-সুমিত,তোর বাবা যাত্রাবাড়ী দিয়ে যাচ্ছিল ককটেল গায়ে এসে পড়ছে.....কোনোমতে ফোন দিল।তুই একটু যা না....
-কি বলতেছ এইসব....???আমি যাচ্ছি।
-শোন সাদা পাঞ্জাবি পড়া ছিল।অন্ধকারে সাবধানে যাইস....
-সাদা পাঞ্জাবী.....????সাইকেলে...???
-হুম।তুই দ্রুত খোজ.....
কিরে কথা বলিস না ক্যানো...???সুমিত...???কথা বল....
সুমিতের সব কিছু বের হলেও আর কথা বের হয়না।সাদা পাঞ্জাবি, সাদা টাকা আজ বড্ড বেশি লাল হয়ে গেল বোধ হয়.....
©somewhere in net ltd.