নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

তোমায় ভেবে লেখা..... :)

১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১১

তোমার শরীর ছোয়ার পরে

শীত ও নাকি ভীষণ অভিমান করেছিল

আমার কানে কানে বলেছিল,

সে নাকি তোমাকে জাপ্টে ধরেছিল

হিম করে দিতে চেয়েছিল

কিন্তু আমার উষ্ণ হাত

তা করতে দিল না...



প্রতিটা শিরায় শিরায়

নতুন জোয়ার এনেছিল

আমার শরীরের কোষগুলোর

যত উষ্ণতা, যত দিন ধরে

তোমার জন্য জমিয়ে রেখেছিল

একটু কোমল একটু নরম দেহ

পেয়ে আমায় ছেড়ে পালালো



আমি ভাবি নি জানো....???

এতটা উদ্ধেলিত হবে তুমি?

এতটা শিহরিত হবে

আমার আবেশে....



চোখ বন্ধ করবে

চাক্ষুষ প্রমানে....



এ যেন অনেকদিনের

ফেলে রাখা কোনো এক উপপাদ্য

যে মিলতেই চাইত না

চাইত সে কোনো সুদক্ষ অংকবিদ

ঠিক আমার মত...

চাইত তার স্পর্শে

সে মিলে যাক।

যেমন টা আমি তোমাকে

মিলিয়ে দিলাম....





আমার সাথে

সত্যিই আমার সাথে...

তুমি আমার ...

আছ, থাকবে.... :)



হয়ত কল্পনায়

হয়ত অন্যদেশে

তবুও তুমি আমার।



প্রতি রাত্রে আমাকে পাবে...

যখন তুমি জেগে উঠবে মধ্যরাতে...



আকাশের শুকতারা দেখেছ কখনো...??

সব তারা চলে গেলেও

সে কিন্তু একা এই আকাশ টাকে

রেখে কোথাও যায় না।

এই বিশাল আকাশের বুকে

ছোট্টটি হয়ে ঘুমিয়ে থাকে...

তুমিও আমার হৃদয়ের মাঝে থাকবে

হয়ত আজীবন....

আজীবন আমার হৃদয়ের মাঝে

মিটমিট করে জ্বলবে....

কেউ নেভাতে পারবে না।

কাউকে নেভাতে দেব না....



থেক তুমি আজীবন...

বাস্তবে না পার

এট লিস্ট অলীক কল্পনায়... :)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.