নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

নিজে পাতালে স্বপ্ন থাকুক আকাশে।হোক স্বপ্নের বিজয়.... \m/

১৮ ই নভেম্বর, ২০১৩ রাত ৯:২৮

আমার একটা বন্ধু আছে অথৈ।সারাদিন " বাইক স্টান্টিং "এর ভূত মাথায় থাকে....



ইন্টারেস্টিং ম্যাটার টা হল ওর নিজের কোনো বাইক নাই।আরো ইন্টারেস্টিং ম্যাটার হল সে মাসে এক ঘন্টাও বাইকে চড়তে পারে কিনা সন্দেহ.... -_-



কিন্তু সে তার নিজেকে অনেক বড় একজন স্টান্টার ভাবে।কয়েকজন ফেসবুকে বিভিন্ন স্টান্টার গ্রুপের ভাই-ব্রাদার পাতিয়ে এখন নিজেকে ওইসব গ্রুপের মেম্বার বলে পরিচিত দেয়।



বেপারটা এতদিনে পাগলামো মনে হইত।কয়েকবার অপমান ও করছি জনসমুক্ষে বা নির্জনে।ফল টা শূন্য।সে যা ছিল তাই।তার সাথে কেউ একদিন কথা কইলেও সে তারে জানাবে যে সে স্ট্যান্টিং করে। ( আদৌ জীবনে কয়বার করছে সন্দেহ)



ওর ওইসব গল্প শুনলে আমার মারাত্বক গা জ্বলত।



কিন্তু আজ ভেবে দেখলাম আসলে স্বপ্ন ই দেখা উচিৎ।পাগলের মত স্বপ্ন দেখা উচিৎ।যারা পাগলের মত অলীক স্বপ্ন দেখে তারাই সফল হয়।আমার মত যারা ভীরু,ভীতু তারা আজীবন পিছনের কাতারেই থাকে.....



কুংফু পান্ডা বা টারবো র মত মুভি গুলো তে পান্ডা বা থিও চরিত্র গুলো কিন্তু এমন স্বপ্নের পিছনেই দৌড়াত।যেগুলো তাদের দিয়ে কখনোই সম্ভব নয়।



পান্ডা র মত আকাম্মা যে কিনা রাস্তায় চলতে গিয়ে হোচট খেত সে নিজেও কিন্তু পরবর্তীতে কুংফু হইছিল।আর থিও এর মত ছোট্ট শামুক যে কিনা চলতেও পারে না ঠিকমত মানুষের গাড়ির সাথে রেস দিয়ে ফার্স্ট হয়েছিল এই অলীক স্বপ্নের জন্যেই..... :)



নিজে পাতালে স্বপ্ন থাকুক আকাশে।হোক স্বপ্নের বিজয়.... m/



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.