নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

আজ আমার মন খারাপের দিন.... (-_-)

২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৪:২১

ক্লাস নাইনে আমি ফার্স্ট টার্ম এক্সামে ম্যাথে ১০ পাইছিলাম -_-



মেইনলি রিজন টা ছিল এক বেঞ্চে একই সাথে দুইজনের সিট পড়ছিল ভুলে ভুলে। তো একজনকে উঠে যেতে হবে আমিই উঠে গেলাম।



এম্নিতেই পারি না কিছু তার উপ্রে যাইয়ে বইলাম এক খারাপ ছাত্রের পাশে।আমি ম্যাথ করতে গিয়ে দেখলাম প্রতিটা অংকের প্রথম টুকু করতে পারতেছি কিন্তু শেষের টুকু আর মনে আসতেছে না।



তাও এক্সাম শেষে হিসাব করে দেখলাম প্রতি জায়গায় দুই-তিন কইরে পেলেও পাস তো হবে।



খুব আশ্বস্ত ছিলাম রেজাল্টের আগের দিন পর্যন্ত ও।কারন ম্যাথের টিচার আমাকে বলছিলেন, "সৃজন তোমার রেজাল্ট সামান্য খারাপ হইছে " আমি ভাবিতেছিলাম পাস মার্ক সামান্য খারাপই তো.... -_-



কিন্তু রেজাল্টের পর দেখলাম সামান্যতম অসামান্য খারাপ রেজাল্ট করছি।মানে পাইছি ১০।অংকে একটা শূণ্য লেখিনি তার জন্যও পুরা অংক ধরে কেটেদিছেলেন।ওই জীবনে প্রথম ফেল। (একচুয়ালি ম্যাথে ৯০ এর নিচে ওই একবার ই পাইছিলাম)



বাবাকে এসে বলাতে সে খালি হাসি দিয়ে বলল,"১০ এর পর একটা শূণ্য বসাতে ভুলে গেছে তোর টিচার ওইখানে ১০০ হবে।'



অবাক হইছিলাম বাবা কিছু বলল না.

।???আসলে আমার বাবা-মা খুব কমই আমাকে পড়ার জন্য গুতা দিছেন।



যতটুকু করছি নিজের গরজেই তবে মোবাইল,পিসি,টিভি নিয়ে বসা নিয়ে কেওয়াজ বাধতো অনেক।



ভাবি নাই কলেজ লেভেলেও এরকম একটা সাইন রাখতে হবে।ভাবতেছি টেস্টে ফেল করছি হিসাববিজ্ঞানের মত সাবজেক্টে এইটা শুনলে বাবা কেমন রিএক্ট করতে পারেন.....



মাফ করে দিও বাবা।তোমাকে হয়ত ভালবাসতে পারিনি কিন্তু অনেক শ্রদ্ধা করি। বাস্তবে হয়ত তোমার মান-স্মমান আবার জলাঞ্জলি দিলাম।তাও.....





"আজ আমার মন খারাপের দিন.... -_- "

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.