![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
এই রাস্তা দিয়ে কিছু কুকুর ঘুরে বেড়ায়...
যাদের নিজের বাড়ি।নেই ঘর নেই...
আমার কাছে মনে হয় বিধাতার কিছু কিছু প্রাণীর সৃষ্টি করার কোনো দরকার ই ছিল না।শুধু প্রানীই না কিছু মানুষের ও সৃষ্টি করার কোনো দরকার ই ছিল না।
আমি নিজে তেমন একটা ই মানুষ।আমার দিয়ে সমাজের কোনো উপকার হয় না।বাড়ির তো হয় ই না।শুধু খাই, ঘুমাই।তাহলে আমার এই জগতে কেন দরকার.....???
একটা কুকুর সারাদিন যেমন একটা হাড্ডি কে চাটে তার মধ্যে স্বাদ না থাকা সত্ত্বেও আমার ফোন টাকেও আমি সারাটাদিন ঠিক সেভাবেই চাটি....
একটা কুকুরকে যেমন কেউ একটু আদর দিলে সে তার আদর আরো বেশি পাওয়ার জন্য উদগ্রীব হয়ে ওঠে আমিও ঠিক তেমন।একটা কুকুর কে মানুশ যেমন নির্দিষ্ট কিছু সময় ভালবেসে ভুলে যায় আমাকেও মানুষ নির্দিষ্ট কিছু সময় পর ভুলে যায়।
আমার জীবন টাই সালা অদ্ভুত।কেমন এক রুমে সারাদিন বসে থাকি। রোদ আসতে না দেয়ার জন্য পর্দা লাগাই।কি করি না করি নিজেও জানি না।সারা দিন খালি ফোন,নেট এইসব ই চলতে থাকে....
দিন দিন মেন্টালি সিক হয়ে যাচ্ছি অনেক।এইভাবে কয়দিন চলতে পারব জানি না।আমার এইসুখের দিন হয়ত শেষ হয়ে আসছে
কারণ চূড়ান্ত জীবনযুদ্ধে নামার বয়স এর ধারেকাছে।কিন্তু আমি জানি আমার অনেক সফলতার মত এখানে আমি বিফল হবে।কারন আমার হাতেই লেখা আছে আমার অনেক ভাল সূচনা থাকা সত্ত্বেও আমি কিছু জায়গায় পস্তাবো....
এই কথা টা যেদিন কেউ আমাকে বলেছিলেন তার পর থেকে আমি কাউকে হাত দেখাই না।আমি জানি বরাবরের মত আমি অনেক বেশি হতাশ।এটাও জানি হতাশ ব্যক্তিদের জন্য এ দুনিয়া না।
আমার জন্য ও এ দুনিয়া না।বিধাতা শুধু শুধু আমার মত জীব গুলোকে জীবনযুদ্ধ করতে পাঠিয়েছেন।
শুনেছিলাম কিছু কিছু নেড়ি কুকুর দিয়ে নাকি রাস্তায় চলার জন্য গাড়ির মতো বানানো হত যখন এএন্টার্কটিকা মহাদেশে নতুন যাযাবর জাতি গিয়েছিল।এটা সম্ভব ছিল শুধুমাত্র উত্তম ভালোবাসা দিয়ে তাদের চূড়ান্ত বশ করার মাধ্যমে।
আমাকে দিয়েও হয়ত এমন কিছু করানো যাবে।কিন্তু কষ্ট জনক হলেও সত্য হল আমাকে চালিত করার মতো লোকের এই পৃথিবীতে অভাব।
যতগুলো ফ্রেন্ড আছে আমি তাদের সময় দেই না বলে তারা কখনো মনে রাখে। যত গুলো বড় ভাই আছে সবাই ই প্রায় বিপদের টাইমে আর তাদের কষ্টের টাইমে দুঃখ শেয়ার করতেই ডাকে।যতগুলো বড়বোন আছে সবগুলোই প্রায়ই ভার্চুয়ালি খোজ খবর নেয়।বাস্তবে বয়ফ্রেন্ডকে টাইম দেয়া বাদ দিয়ে আমাকে টাইম দেয়ার কোনো মানেই হয় না।যত গুলো ছোট ভাই আছে সেগুলা নিজের পড়াশোনা নিয়ে এতই ব্যাস্ত থাকে পারিপার্শ্বিকতা তাদের চিন্তার বাইরে।
দুনিয়াটাই সালার এমন।কেউ কারো জন্য।যারা যাদের জন্য তারা অনেক আগেই বুকড।এইভাবেই আমার মত কত কুত্তা হতাশায় ডুবে অন্ধকারের পথ বেছে নিচ্ছে।নিজের আবেগ,বিবেক সব জলানঞ্জলি দিচ্ছে।
আমিই খালি দিতে পারলাম না।বিবেক টারে বাপ-মা এমন শেপ দিছে এইটারে কনভার্ট করা মে বি সম্ভব না।কিন্তু হয়ে গেলাম পুরাই ভার্চুয়াল।সুখ দুঃখ প্রকাশ করি 'ফিলিং ' দিয়ে।সারাদিন এই মোবাইলেই সব ফিলিংস।
পৃথিবীর এরকম কুত্তাগুলারে কোনো দরকার নাই।পৌরসভা থেকে যেসব কুকুর মারা ভ্যান আসে সেগুলো দেখলে মনে হয় ইশশ আমার জীবন টাও যদি তারা নিয়ে যেত ছোট্ট এক সূচের খোচায়..... :/
©somewhere in net ltd.