নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

কোন টাইপের মেয়ের সাথে প্রেম করলে বিয়ে হওনের চান্স যতটুকু... :D

০৬ ই ডিসেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১

আজ আলোচনা সহ ব্যাখ্যা প্রদান করিব আপ্নি কোন টাইপের মেয়ের সাথে প্রেম করলে বিয়ে করতে পারবেন.... ;) :D



টাইপ এক,মেয়ে মধ্যবিত্ত/গরীব ঘরের..

আপ্নাকে মন প্রাণ (সফট ড্রিনক না ;).)

দিয়ে ভালোবাসে ....

টেকার জন্য ভালোবাসলে এবং আপ্নে বিশিষ্ট বড়লোক বাপের সন্তান হইলে বিয়ে হইতে বাধ্য :D

তবে সেইক্ষেত্রে বিয়ের আগে বউ অনেক আদর যত্ন করলেও সুবোধ্য বালক হলে বিয়ের পর ঝাটার বাড়ি খেতে হতে পারে... :|

তবে যদি রাগী হয়ে থাকেন তবে কেল্লাফতে :D



তবে মেয়ে সিরিয়াস ভালোবাসে অনেকসময়।তবে এক্ষেত্রে বিয়ের সম্ভবনা ৪০ %. কারণ আপ্নের চৌধুরি সাহেব বাবা এরম মেয়ে মোটেও পছন্দ করবে না।



টাইপ দুই, মেয়ে বড়লোক ঘরের...

এই টাইপের মেয়েরা বেশিরভাগ সময় তাদের চাইতে নিচু লেভেলের ছেলেদের প্রেমে পড়ে।এই ক্ষেত্রেও প্রবলেম বাধায় চৌধুরি সাহেব :|

তবে এ টাইপের মেয়েরা সাহসী হয় অনেক। আপ্নে সহজ সরল প্রাণী হলেও আপ্নাকে নিয়ে পালিয়ে যেতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করবে না।এই টাইপের মেয়ের ভবিষ্যত জ্ঞান কম।স্রেফ পাগলামোর/এডভেঞ্চারের বসে তারা পালিয়ে বিয়ে করে।



তবে এই টাইপের একটা বৃহৎ অংশ পাংকু টাইপের ছেলে (মেয়ে বল্লেই ভালো হয়।কারণ কানে দুল কিংবা পায়ে যারা রিং পড়ে তারা কোন লেভের ছেলে জাতি সে বিষয়ে আমার ঘোর সন্দেহ :|.) পছন্দ করে।যাদের বিয়ের চাইতে শারিরীক সম্পর্ক টাই মূখ্য :3



টাইপ তিন,ব্যপক ইমোশোন আলা মেয়ে.. :|



আমার মতে খুব রিস্কি প্রজেক্ট :|

ইমোশোন খুব ভালো জিনিস ঠিক আছে তবে ইহার যথেচ্ছা ব্যাবহার লাইফের ১৭-১৮ টা বাজিয়ে দেয়ার জন্য যথেষ্ট :|



তবে রিয়েল প্রেম বলতে যা বোঝায় তা এই মেয়েরাই করে শুধুমাত্র। রাত দিন কেয়ার এরাই করে (যেটা আমি সবচেয়ে বেশি লাইক করি ;).)



বিয়ের সম্ভবনা ৮৯% কারণ তার ইমোশনের চাপে আপ্নি বিয়ে করতে বাধ্য।



টাইপ ফোর,বাপ-মা ভক্ত.... :|



এইটাইপের মেয়ের লগে আপ্নের খুব ভালো প্রেম হবে।প্রেম টা রিয়েল ও হইতে পারে।রিয়েল না করে আপ্নাকে যদি ভাঙাতে চায় তাহলে তার এটিচ্যুডেই বুঝবেন।



তবে রিয়েল হলে ও প্রব অনেক।মেয়ের লগে দেখা গেল ১০-১২ বছর প্রেম করলেন আপ্নার লাইফে র বারোটা বাজাইলেন তার পিছে পিছে এরপর মাইয়্যা কইলো আমার কাল্কে বিয়ে ঠিক হচ্ছে কিছু একটা ব্যবস্থা করো দ্রুত :|



ন্যাও ঠেলা। আপ্নি যদি বলেন পলায় যাই বলবে বাবার কথা ছাড়া কারো লগে বিয়ে করমু না।বিয়ে হওনের চান্স ১%। যদি হয়ে যায় আল্লাহর কাছে শুকরিয়া কইরেন।কারণ সব বাবা মা তার মেয়েরে ভালোজায়গায় দেখতে চায়।যেই পোলা প্রেম করছে সে ভালো না (তাদের মতে -_-)



টাইপ পাচ

প্রাকটিক্যাল মেয়ে...



আমার সবচেয়ে পছন্দের টাইপের মেয়ে এইগুলা।এরা ব্যপক প্রাকটিকাল।এরা ফ্যামিলির মুখে চুন কালি দিয়ে পলায়তেও চায় না আবার আপ্নাকে ভালোবেসে কাছেও রাখতে চায়।এরা সর্বোচ্চ চেষ্টা করে নিজ থেকেই ফ্যামিলিকে রাজী করাতে।রাজী না হলেও প্রব নাই আপ্নার অবস্থা ভালো হলে অবশ্যই সে আপ্নার সাথে পলাবে।



এই টাইপের মেয়েরা সবদিক থেকে ভালো হয়।এরা সর্বোচ্চ চেষ্টা করে তাদের প্রেমিক একজন ভালো ছেলে হিসেবে গড়ে তুলতে।যদিও অনেকে নিজ ব্যাপারে হস্যক্ষেপ পছন্দ করেন না তারপরেও আমার মনে হয় একমাত্র এই টাইপের মেয়েরা আদরমাখা শাসন করে শুধুমাত্র লেখাপড়াই না জীবনের প্রতিটা ক্ষেত্রেই আপ্নাক্র ট্রাকে তুলে দিবে।



যদি কখনো এই টাইপের মেয়ে পান আমার সাজেশন হবে সর্বোচ্চ চেষ্টা করুন সম্পর্ক টিকিয়ে রাখতে।এরা খুব অভিমানী হয় এবং আই থিনক প্রেমে অভিমান না থাকলে সেটা পানসে লাগে ;)









যাই হোক আজ শেষ করছি।আপুদের কাছে একটাই কথা বলব সর্বোচ্চ কেয়ার করতে চেষ্টা করুন বিএফ কে।আপ্নি তাকে যদি ফ্যামিলির প্রবলেমের কারণে বিয়ে নাও করতে পারেন চেষ্টা করুন তাকে মোটিভেট করতে।যাতে আপ্নাকে না পেলেও তার জীবনের অন্য সব কিছু ঠিক থাকে।আমি বিলিভ করি একটা মেয়েই পারে একটা ছেলের জীবন পাল্টিয়ে দিতে।আশা করি সেই চেষ্টা করবেন :)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.