নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

কথপোকথন ৭.....

১৪ ই ডিসেম্বর, ২০১৩ রাত ৮:৩৫

একটা কোচিং সেন্টারের মালিকের লগে ফোনালাপ... :D



-হ্যালো

-বলেন...

-আপ্নি সৃজন?

-হু তাই তো মনে হয়...

-আমি macs কোচিং সেন্টার থেকে বি.এইচ.মোহন বলতেছিলাম...( সিগারেট না বি.এইচ :D)

-জ্বী বলেন....

-আম্রা আমাদের কোচিং কে আপ্নাদের আসন্ন এক্সাম উপলক্ষে নতুন কইরে সাজাইছি.... :)

-বস্তির মাইয়্যারেও যেমন বউ সাজাইলে সুন্দর লাগে না আপ্নাগো ভাঙাচোরা কোচিং রেও সুন্দর কইরে সাজাইলেও সুন্দর লাগবো না... :/

-আসলে আপ্নার বোঝার ভুল আছে।আমি আসলে কোর্স সিস্টেম রে চেঞ্জাইছি।পুরো ৫ টা সেমিষ্টারে ভাগ করছি।যাতে বই ৫ বার শেষ হয়.... :)

-ও বুঝলাম....৪ মাসে ৫ সেমিষ্টার?? ভালো -_-

-জ্বী। আমি আমার বিদেশের ডিগ্রির দীর্ঘ অভিজ্ঞতা এইখানে কাজে লাগাইছি।আমার প্রথম সেমিষ্টারে অল্প অল্প কইরে পড়া দিমু।যাতে সবাই সব পইড়ে আসে।

মাঝে ২-৩ দিন গ্যাপ থাকবে....

-প্রথম সেমিষ্টারে কয়ডা টেস্ট...??

-জ্বী ৩১টা.... :)

-৩১...??? ১২ টা বই। কইতেছেন এট্টু এট্টু কইরে পড়াবেন।এক মাসে শেষ করবেন। মাঝখানে গ্যাপ ও আছে...আপ্নের ক্যালেন্ডারে কয় দিনে এক মাস....???? :D :D :D

-আপ্নে আসলে বুঝতে ভূল করতেছেন আপ্নে একটু দেখা করেন....

-জ্বী করুমনে রাখেন।কেউ রাত এগারোটায় ফোন দেয়?? ঘুমের বাশখান মারলেন... :(

-না ভাইয়া আইসেন।আপ্নে একজন ভালো ছাত্র।আপ্নেরে দেইখে আরো দশজন আসবে।আপ্নে আসেন....

-আমারে ভালো ছাত্র বইলে আপ্নে যে জীবিত মৃত সব ছাত্ররে অপমান করলেন এইডা জানেন...???

-জ্বী ভাই...???

-আপ্নার মাথা আমার মুন্ডু। আমি রাত ৯ টায় ঘুমাই।আপ্নে এগারোটায় ডাইকে আমার বাশটা যে মারলেন এইডার জন্যই তো যামু না কোচিং এ...





এরপর বেটা আরো ৭ মিনিট প্যাচাল পারলো পরে নাম্বার ব্লকায় থুইলাম....



যে যার বিজনেস নিয়া আছে।ফাকতাল এ আমার পড়াশোনায় বাশ..... :|

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.