নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যেন মৃত্যু হচ্ছে লোকালয়ে প্রতিদিন,মরে যাচ্ছি আজাবে সুদহীন...

নির্বাসিত শব্দযোদ্ধা

শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....

নির্বাসিত শব্দযোদ্ধা › বিস্তারিত পোস্টঃ

খোলাচিঠি #৩

০২ রা জানুয়ারি, ২০১৪ রাত ৮:২০

উত্তর দক্ষিণ রাস্তার দুপাশে পঞ্চাশ

মিটার প্রশস্ত

পাঁচতলা দু'টা বিশাল বিল্ডিং...

রঙ ছাড়া বাজে ঢঙে বেড়ে চলেছে

চলেছে তো চলেছেই...



কাজ যেন আর থামে না...

আমার নষ্ট সেল গুলো যেমন

দিন দিন নষ্টতর হচ্ছে

ঠিক তেমনি ভাবে এই ইট নামক সেল গুলো

বেড়ে চলছে তো চলছেই....



রোদ গুলোও বড় অদ্ভুত

মেঘ টা ফুটো করতে পারে

অথচ সামান্য দেয়াল ভেদ করে

এখানে আসতে পারে না....



হুহ....

আমারো রোদ দেখা হয় না...

এই ছাপড়াটাতে শুয়ে শুয়ে দিন কাটছে

বেশরম ভাবে...



বেয়ারা ছাড়পোকা গুলো বড্ড জ্বালাতন

শুরু করছে...



মা....



কেনো তোমার পাপের ফসল আমার দেহ

তোমার বয়ে চলা রোগটা পুষে বেড়াচ্ছে

কি দোষে আমি দূষিত হলাম....??



রোগটা বাড়ছে মা...

নড়াচড়ার শক্তি হারিয়ে ফেলছি ধীরে ধীরে

অথচ মনে পড়ে এক সময় তোমার পেটে লাত্থি মারতাম জোড়ে জোড়ে...



শেষ নিশ্বাস নিতে নিতেই নিশেষ হয়ে যাব আমি হয়তো...

আরো একজন এইডস রোগী কমবে দেশ থেকে

বাচ্চাদের শেখানো হবে আমার উদাহরণ টেনে

আমি মা এমন ছেলে হতে চাইনি

বিশ্বাস করো মা...



আমি হতে চাই নি এমন....



সব শেষ হয়ে যাচ্ছে...



রোদের মুখ দেখি না অনেকদিন হলো

অন্ধকারে থাকতে থাকতেই তোমার মুখ

মুখস্ত হয়ে গেছে...



ওপারে গিয়েও হয়তো তোমার মুখ দেখ...



unaids এর পরিসংখ্যানে আরেকজন

এইডস রোগে মৃতের দাগ বাড়বে খুব শীঘ্রই

মনে হচ্ছে....



আমার জন্য অপেক্ষা করো মা....



আমি আসছি....



ইতি,

তোমার ফল,

প্রীজন...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.