![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শহুরে ডিপ্রেশনে আবদ্ধ.....
তোমায় ছাড়া এ সময়
শুধুই তো থাকবে থমকে
তুমি ছাড়া ঘাসফড়িঙ ও
অযথাই যাবে চমকে
প্রচন্ড এই রোদদুপুড়ে
চিল ও উড়ে যাবে
তোমার পথের সঙ্গী হতে
চায় যে এ মন
পাশে কি রবে...??
দুই পৃথিবীর দুজনকে
একই সুতোয় বাধে কিভাবে?
বিধাতার নিষ্ঠুরতার
ফসল কেনো হচ্ছি স্বভাবে...???
তোমায় ছাড়া কোন পথে
হাটবো আমি কোন রথে...???
তোমায় ছাড়া অন্য সুরে
গান গুলোও সত্যিই মরে যাবে....
©somewhere in net ltd.